nari dibosher kobita

নারী দিবসের কবিতা ও আন্তর্জাতিক নারী দিবস নিয়ে কবিতা ২০২৪

প্রতিবছর ০৮ মার্চ বিশ্ব নারী দিবস হিসেবে পুরো পৃথিবীতে পালিত হয়। সর্বপ্রথম ১৯১৪ সালের ৮ই মার্চ বিশ্ব নারী দিবস পালিত হয়েছিল। পরবর্তীতে আস্তে আস্তে বিশ্বের বিভিন্ন দেশ এই দিনটিকে স্বীকৃতি দিয়ে পালন করা শুরু করে। বাংলাদেশ হাজার ১৯৭১ সালের দিকে নারী দিবস পালন করা হয়। পরবর্তীতে জাতিসংঘ স্বীকৃতি প্রদানের পর প্রতি বছর ৮ মার্চ নারী দিবস হিসেবে পুরো পৃথিবীতে পালন করা হয় এই দিনটি। এ দিনটি উপলক্ষে এ নারীদের মর্যাদা ও তাদের প্রতি মানুষের যে চিন্তাভাবনা তা পরিবর্তনের মূল লক্ষ্যে এই দিনটি পালন করা হয়। কারণ আমাদের চারপাশে নারীদের অবদান রয়েছে তার সাথে অন্য কিছুর তুলনা চলে না। কিন্তু আমাদের সমাজে এখনো নারীদের সঠিক মূল্যায়ন করা হয় না। তাই বিশ্ব নারী দিবসে আজকের এই পোস্টের নারী দিবসের কবিতা ও নারী দিবস উপলক্ষে কবিতা তুলে ধরা হয়েছে।

নারী দিবসের কবিতা

বিভিন্ন বিষয়ের কবিগণ নারী দিবস নিয়ে দারুন দারুন কবিতা লিখে গেছেন। আজকের এই পোস্টে আমরা সবচাইতে জনপ্রিয় নারী দিবসের কবিতা উল্লেখ করেছি। যেখানে আপনি কবিতাগুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন।

  • আমি নারী, আমিই রাণী, আমি কণ্যা আমিই অনন্যা, আমি দেবী আমিই পৃথিবী।
  • আমি নারী, আমি জাত বৃদ্ধিতে আমিই অনন্যা, আমি নারী, রাজায় রাজ্য চালায় আর আমি চালাই রাজাকে, নারী।
  • আমি নারী, আমিই মা, আমি পারি খোদার আরশের, জান্নাতি মেহমান পরিনত হতে।
  • নারী তুমি চাঁদ নয় যে জ্যোৎস্নার, প্রশংসা সবাই করবে, তুমি সূর্যের মতো দীপ্তি তোমার, দিকে চোখ পড়লে নিচে নামিয়ে নিতে হয়..
  • নারী তুমিই মা, তুমি স্বর্গ, তুমিই অর্ধাঙ্গিনী, তুমি একাকীত্বের সঙ্গী।♥
  • ভালোবাসি তোমায় নারী জন্ম -আজন্মকাল থেকে পৃথিবীর আলো দেখালে, তাই ভালোবাসি তোমায় শ্রদ্ধা ভক্তি অন্তরের অন্তস্থল থেকে জানাই হাজারো সালাম নারী তোমায়…

নারী দিবস নিয়ে ট্যাটাস

নারী নিয়ে কবিতা

০৮ মার্চ বিশ্ব নারী দিবস সেই উপলক্ষে নারী নিয়ে কবিতা তুলে ধরা হয়েছে। আপনি আপনার পছন্দের নারী দিবস নিয়ে কবিতা সবার সাথে শেয়ার করতে পারবেন আজকের পোস্ট এর সাহায্যে।

সারা বিশ্বের কল্যাণকর যাহা কিছু মহীয়ান,
পুরুষের সাথে সাথে আছে নারীদের অবদান।
করিছে সংগ্রাম দেশহিতে অস্ত্র ধরি নিজহাতে,
সমান তালে যুঝিছে নারী পুরুষের সাথে সাথে।

গৃহকোণে বন্দী নয় তারা উঠিছে হিমালয় চূড়ে,
নারী জয়গান দিকে দিকে আজি সারা বিশ্বজুড়ে।
উঠিছে ভূধরে ভাসিছে সাগরে শূণ্যে উড়িছে বিমান,
করিছে সংগ্রাম শত্রুর সাথে নারীরা দাগিছে কামান।

শোর্যে বীর্যে জ্ঞান গরিমায় সর্বথা নারীর জয়,
জাগিছে অভয়াশক্তি মায়েরা নাহি ভয় নাহি ভয়।
এসোমা কল্যাণী জগত্জননী তুমি মা কল্যাণময়ী,
তুমি মা শক্তি মায়ের জাতি হও মাগো বিশ্বজয়ী।

কবিতার পাতায় কবি আমি গাই রমণীর জয়গান,
বিশ্ব নারী দিবসে জানাই তাদের শ্রদ্ধা ও সম্মান।

নারী দিবস নিয়ে পোস্ট

নারী দিবস নিয়ে কবিতা

আপনারা যারা নারী দিবস নিয়ে কবিতা পেতে চান। তাদের জন্য আজকের এই বিশ্ব নারী দিবস উপলক্ষে নারী দিবস নিয়ে কবিতা উল্লেখ করেছে আমরা।

হে নারী, তুমি কখনও কন্যা, কখনও অর্ধাঙ্গনী,
কখনও বা মমতাময়ী “মা”,শত কষ্টের জননী।
নারী হয়েই এসেছো তাই বিশ্বভূবন আজি ধন্য।
শত শত সৃষ্টি,বিকিশিত শুধু তোমারি প্রেমের জন্য।

তোমার হাতে বিশ্ব সাজে,নানা সুর নিয়ে আর ছন্দ।
মনের গহীনের হাজার স্বপ্ন সাজিয়ে পেয়েছো আনন্দ।
তুমিতো কন্যা, প্রেমের বন্যা,আদরের জননী মাতা।
তুমি সঙ্গিনী,স্বপ্ন রমণী,গড়বে বিশ্ব,পাঠিয়েছে বিধাতা।

নয়তো অবলা,নয়তো অসহায়,তুমিতো “মা” জননী।
তোমার সৃষ্টিতে জগত সৃষ্টি,সাক্ষ্য হাজার কাহিনী।
স্তব্ধ হবে জাতি,আসবে অধিক ক্ষতি,না হয় যদি নারী।
তোমার প্রেমে বিশ্ব সাজে, বিশ্ব আজ শুধু তোমারই।

নারী দিবস কবিতা

আমাদের মা বোন ও কন্যা আমাদের কাছে অনেক মূল্যবান। তাদের প্রতিদিনের কার্যক্রমের সাথে আমাদের প্রতিদিনের কার্যক্রম তুলনা হয়না। তারা আমাদের জন্য যা করে তা বলার বাইরে। তাই আজকের পোস্টে নারী দিবস কবিতা উল্লেখ করা হয়েছে।

সাম্যের গান গাই –
আমার চক্ষে পুরুষ-রমনী কোনো ভেদাভেদ নাই।
বিশ্বে যা-কিছু মহান্ সৃষ্টি চির-কল্যাণকর
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।
বিশ্বে যা-কিছু এল পাপ-তাপ বেদনা অশ্রুবারি
অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী।
নরককুন্ড বলিয়া কে তোমা’ করে নারী হেয়-জ্ঞান?
তারে বল, আদি-পাপ নারী নহে, সে যে নর-শয়তান।
অথবা পাপ যে – শয়তান যে – নর নহে নারী নহে,
ক্লীব সে, তাই সে নর ও নারীতে সমান মিশিয়া রহে।
এ-বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল,
নারী দিল তাহে রূপ-রস-মধু-গন্ধ সুনির্মল।
তাজমহলের পাথর দেখেছে, দেখিয়াছ তার প্রাণ?
অন্তরে তার মোমতাজ নারী, বাহিরেতে শা-জাহান।
জ্ঞানের লক্ষ্ণী, গানের লক্ষ্ণী, শস্য-লক্ষ্ণী নারী,
সুষমা-লক্ষ্ণী নারীই ফিরিছে রূপে রূপে সঞ্চারি’।
পুরুষ এনেছে দিবসের জ্বালা তপ্ত রৌদ্রদাহ,
কামিনী এনেছে যামিনী-শান্তি, সমীরণ, বারিবাহ।
দিবসে দিয়াছে শক্তি-সাহস, নিশীথে হয়েছে বধু,
পুরুষ এসেছে মরুতৃষা লয়ে, নারী যোগায়েছে মধু।
শস্যক্ষেত্র উর্বর হ’ল, পুরুষ চালাল হল,
নারী সে মাঠে শস্য রোপিয়া করিল সুশ্যামল।
নর বাহে হল, নারী বহে জল, সেই জল-মাটি মিশে’
ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালি ধানের শীষে।

নারী দিবস উপলক্ষে কবিতা

যারা নারী দিবস উপলক্ষে কবিতা সবার সাথে শেয়ার করতে চান। তাদের জন্য এখানে সবচাইতে জনপ্রিয় নারী দিবস উপলক্ষে কবিতা তুলে ধরা হয়েছে।

  • নারী তুমি আজ সকাল থেকে
    কাজকে ফাঁকি দিও,
    নারী তুমি আজ কাজের মাঝে
    নিজেকে সময় দিও।
  • নারী তুমি শরীরটাকে
    একটু ভালবেসো,
    নারী তুমি একান্তে
    মনের আবেগে ভেসো।
  • নারী তুমি দখিণ হাওয়ার
    সঙ্গী হয়ো আজ
    নারী তুমি যতন ভরে
    করো মনের সাজ।
  • নারী তুমি স্বাধীন হয়ো
    নারীদিবসের দিনে,
    নারী তুমি বুঝিয়ে দিও
    মা শব্দের মানে।।

নারী দিবসের কবিতা ও নারী দিবস উপলক্ষে কবিতা উল্লেখ করা হয়েছে আমাদের এই পোস্টে। সবার সাথে নারী দিবস উপলক্ষে কবিতা শেয়ার করে জানিয়ে দিন আজকে আন্তর্জাতিক নারী দিবস।

Read More

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top