mother language day kobita

মাতৃভাষা নিয়ে কবিতা, স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি ও ছবি

মাতৃভাষা নিয়ে কবিতা, উক্তি ও ছবি। যারা মাতৃভাষা নিয়ে কবিতা পেতে চান তাদের জন্য আজকের এই পোস্ট। কারন সামনের মাতৃভাষা দিবসকে নিয়ে মাতৃ ভাষা কবিতা সবার প্রয়োজন। আবার অনেকে ২১ এর কবিতা লিখে অনুসন্ধান করে।

তাই আজকের এই পোষ্ট একুশ নিয়ে লেখা। আপনি যদি মাতৃভাষা দিবসের কবিতা, উক্তি এবং ছবি পেতে চান। তাহলে আমাদের আজকের এই পোস্ট থেকে মাতৃভাষা দিবসের শুভেচ্ছা বার্তা পাবেন।

মাতৃভাষা নিয়ে উক্তি

অনেকেই আছেন যারা মাতৃভাষা নিয়ে উক্তি লিখেছেন। কারণ ভাষা শহীদদের নিয়ে কবিতা সবার কাছে অনেক জনপ্রিয়।তাই আমরা চেষ্টা করেছি একুশের কবিতা এখানে তুলে ধরার জন্য। এবং সেইসাথে মাতৃভাষা নিয়ে বিশেষ উক্তি তুলে ধরেছি।

ওরে বাছা, মাতৃকোষে রতনের রাজি, এ ভিখারী-দশা তবে কেন তোর আজি? যা ফিরি, অজ্ঞান তুই, যা রে ফিরি ঘরে!
– মাইকেল মধুসূদন দত্ত

বাংলা ভাষা আহত হয়েছে সিলেটে আর নিহত হয়েছে চট্টগ্রামে
– প্রমথ চৌধুরী

আমার মায়ের ভাষা এসেছে আমার অনেক ভাইয়ের রক্তের বিনিময়ে
তাইতো আমরা বলি
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি

ভাষা শহীদের বিনিময়ে পেয়েছি আমরা আমাদের মাতৃভাষা
ধন্য হয়েছে এই বাংলা ধন্য হয়েছে আমরা কারন পেয়েছি আমরা বাংলা।

বাংলার দামাল ছেলেরা এনেছিল মাতৃভাষা বাংলা করে
তাই সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

আরও দেখুনঃ 

২১ শে ফেব্রুয়ারি ফেসবুক স্ট্যাটাস

২১ শে ফেব্রুয়ারি কবিতা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কবিতা, শুভেচ্ছা ও ছবি

৫০+ বাংলা ভাষা নিয়ে উক্তি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রচনা

২১ শে ফেব্রুয়ারি উপলক্ষে ভাষণ ও রচনা

মাতৃভাষা নিয়ে কবিতা

অনেকে আছেন যারা বাংলা আমার মাতৃভাষা কবিতা লিখে অনুসন্ধান করেন। তাই আপনাদের জন্য এখানে মাতৃভাষা নিয়ে কবিতা দেওয়া হয়েছে। আশাকরি মাতৃভাষা নিয়ে লিখিত কবিতাগুলো আপনাদের অনেক পছন্দ হবে। কবিতা গুলো পছন্দ হলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন।

দীর্ঘ সংগ্রামে অর্জিত তুমি
একুশে ফেব্রুয়ারী,
একুশের রক্তেলেখা – আন্তর্জাতিক মাতৃভাষা।
একুশ একুশ বলে আবার বাংলারই প্রান্তরে,
রক্তাক্ত গোলাপ রক্তে রাঙানো তাঁর মুখ।
এই রক্ত বিলাসী গোলাপটি কাহার তরে –
একুশের রক্তেলেখা বুকে এঁকে করেছি পণ।
ভুলবো না তোমায় কভু অসুখ দুঃখক্ষণ,
সালাম – বরকত – রফিক – জব্বার।
আরো হাজার শত ভাইয়ের রক্তে ভেজা,
২১ শে ফেব্রুয়ারী
স্মৃতির জানলা খুলে আজই মোদেরই অন্তরে।
ঐ যে দর্শিত বোনের ক্রন্দন আর মায়ের হাহাকার,
জাগিয়ে তোলে বায়ান্নর কত ধিক্কার।
পাকিস্থানের শাসকেরা করল আইন জারি,
উর্দু হবে রাষ্ট্রভাষা, বাংলা দাও ছাড়ি।
যুদ্ধ শুরু করেন – সকল দামাল ছেলে,
প্রাণ দিয়ে শহীদ হন, জয়টুকু মেলে।
স্বাধীন হল বাংলাদেশ তাদের ত্যাগের জন্য,
ধন্য মোরা সবাই আজ তাদের ত্যাগের জন্য।
বাংলা ভাষার মর্যাদা সবাই মোরা চাই
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হল তাই।
তাইতো সবার মুখে মুখে একই রকম বানী,
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী।

mother language day greetings

কবিতা – ২ 

২১ ২১ বলে আবার বাংলারই প্রান্তরে
স্মৃতির দুয়ার খোলে আজই মোদেরই অন্তরে।
ঐ যে বোনের ক্রন্দন আর মায়ের হাহাকার,
জাগিয়ে তোলে বায়ান্নর কত ধিক্কার।
পাকিস্থানের শাসকেরা করল আইন জারি,
উর্দু হবে রাষ্ট্রভাষা, বাংলা দাও ছাড়ি।
যুদ্ধ শুরু করেন – সকল দামাল ছেলে,
প্রাণ দিয়ে শহীদ হন, জয়টুকু মেলে।
স্বাধীন হল বাংলাদেশ তাদের ত্যাগের জন্য,
ধন্য মোরা সবাই আজ তাদের ত্যাগের জন্য।
বাংলা ভাষার মর্যাদা সবাই মোরা চাই
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হল তাই।
তাইতো সবার মুখে মুখে একই রকম বানী,
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী।

কবিতা – ৩

নীল আকাশের গোধূলির বুকে
উকিঁ মারে তাজা শোকের প্রতিশ্রুতি।
চোখের জলে ব্যথার কাপঁনে
ফিরে এলো সেই বেদনার দিন।
একুশে ফেব্রুয়ারি স্মৃতির পরশে,
কৃষ্ণচুড়ার ডাল ভেংগে যায়।
পলাশের লালে কারবালার স্মৃতি,
জাগে ক্রন্দন,আমার বুকে সীমাহীন বেদনার।
সবে মিলে করি শোক গীতি
শুভ্র গোলাপ সজ্জিত হলো,
ফেরদৌস গুলবাগ।
আজ এসেছে একুশ ফেব্রুয়ারি মোদের,
রেখে গেছে তারা আগামীর তরে।
আজ হতে শত বছর ধরে শহীদ মিনারে পুস্পের মালা দিব সবে,
এই দিনে কামনা মোদের
আলোকিত হোক আত্মা তোমাদের।।

mother language day best status

কবিতা – ৪

একুশ মানে চেতনা আমার,
মায়ের ভাষায় কথা বলার;
একটা স্বাধীন দেশের জন্য,
সবাই মিলে যুদ্ধ করার।
একুশ মানে লুকানো বীজ,
একাত্তরে ফলবে ফসল;
রাজপথের ঐ রক্তের দাগ,
একদিন তা হবেই সফল।
একুশ মানে ফিরে পাওয়া,
আমার সকল অধিকার;
বুক ফুলিয়ে বলতে পারি,
বাংলা আমার স্বাধিকার।
একুশ মানে প্রভাত ফেরী,
শীতের শাল জড়িয়ে গায়ে;
সবার হাতে ফুলের তোড়া,
হাঁটছি সবাই খালি পায়ে।
একুশ মানে শহীদ মিনার,
আলপনা আর তাজা ফুলে;
পুষ্পস্তবক রাখছে সবাই,
রাজনীতি আর বিভেদ ভুলে।
একুশ মানে বাংলা মায়ের,
প্রাণ জুড়ানো মুখের ভাষা;
স্বপ্ন সাধের সেই ভাষাতে,
মেটাই মনের সকল আশা।
একুশ মানে বই মেলাতে,
উপচে পড়া ভীরের মাঝে;
জম্পেশ এক আড্ডা হলে,
মন বসেনা কোন কাজে।
একুশ মানে নতুন বই,
নতুন মোড়ক উন্মোচন;
কোন বইটা কিনবো প্রথম,
কিছুতে ভেবে পায়না মন।
একুশ মানে পুরোনো স্মৃতি,
হাতড়ে বেড়াই নিজের মনে;
প্রভাত ফেরী শহীদ মিনার,
সব ছেড়ে তুমি নির্বাসনে।

আরও দেখুনঃ 

২১ শে ফেব্রুয়ারি কবিতা

২১ শে ফেব্রুয়ারি জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম

শহীদ দিবস অনুচ্ছেদ রচনা

মাতৃভাষা দিবসের ছবি

মাতৃভাষা দিবসের ছবি অনেকেই ডাউনলোড করতে চায়।কারণ বর্তমানে মাতৃভাষা দিবস উপলক্ষে সবাই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে থাকে। তাই আমরা আপনাদের সুবিধার্থে মাতৃভাষা দিবসের ছবি তুলে ধরেছি। আপনারা এখান থেকে ছবি গুলো সংগ্রহ করে সবার সাথে শেয়ার করতে পারেন।

ভাষা শহীদের প্রতি রইলো গভীর শ্রদ্ধা ও ভালোবাসা ।
আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস সফল হউক

mother language day new sms

মোদের গব মোদের আশা ।
আ মরি বাংলা ভাষা ।
২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা
দিবসের সবাই কে জনাই শুভেচ্ছা

mother language day facebook status

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে
সকল ভাষা শহীদের প্রতি
গভীর শ্রদ্ধাঞ্জলি

সমগ্র বাঙালি জাতি কে জানাই
আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবসের
অনেক অনেক শুভেচ্ছা

আরও দেখুনঃ

২১ শে ফেব্রুয়ারি শুভেচ্ছা এসএমএস, বাণী ও উক্তি

ভাষা দিবসের শুভেচ্ছা, কবিতা, ছবি ও উক্তি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কবিতা, শুভেচ্ছা ও ছবি

মাতৃভাষা দিবসের শুভেচ্ছা বার্তা

আপনারা যারা মাতৃভাষা দিবসের শুভেচ্ছা বার্তা সবার সাথে শেয়ার করতে চান। তাদের জন্য এখানে মাতৃভাষা নিয়ে ভালো কিছু শুভেচ্ছা বার্তা দেয়া হয়েছে। আপনারা এগুলো সবার সাথে এসএমএস আকারে প্রেরণ করতে পারবেন। তাই দেরি না করে মাতৃভাষা দিবসের শুভেচ্ছা বার্তা দেখে নিন।

রক্তে কেনা বাংলা আমার লক্ষ শহীদের নাম
তবুও কেনো বন্ধু তোমার বিদেশের প্রতি টান ?
সকাল বেলা পান্তা খেতে বৈশাখের ওই দিনে,
বিকেলে আবার উঠছো মেতে ইংলিশ হিন্দি গানে।

mother language day welcome sms

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি,
আমি কি ভুলিতে পারি !
মাতৃভাষা দিবসের রক্তিম শুভেচ্ছা সবাইকে

লক্ষ শহীদের রক্তের বিনিমেয়ে পেয়েছি যে বিজয় নিশান ।
প্রয়োজনে আবার রক্ত দিবো ঠেলে , বজায় রাখতে বিজয়ের মান ।
মোদের দেহে থাকতে রক্ত, বিথা যাবেনা শহীদের দান ।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা

আরও দেখুনঃ

মাতৃভাষা দিবসের শুভেচ্ছা বার্তা

২১ শে ফেব্রুয়ারি শুভেচ্ছা এসএমএস

সর্বশেষ কথা

আমরা চেষ্টা করেছি আমাদের এই পোস্টে মাতৃভাষা দিবসের কবিতা, ছবি, উক্তি এবং শুভেচ্ছা তুলে ধরার জন্য। আপনাদের যদি আমাদের পোস্ট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। এবং আরো ভালো মাতৃভাষা দিবসের কবিতা পেতে আমাদের সাথেই থাকুন।

আরও দেখুনঃ 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কবিতা, শুভেচ্ছা ও ছবি

ভাষা দিবসের শুভেচ্ছা, কবিতা, ছবি ও উক্তি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রচনা

২১ শে ফেব্রুয়ারি শুভেচ্ছা এসএমএস, বাণী ও উক্তি

২১ শে ফেব্রুয়ারি উপলক্ষে ভাষণ ও রচনা

পহেলা ফাল্গুনের শুভেচ্ছা, উক্তি ও এসএমএস

বসন্ত নিয়ে কবিতা ও পহেলা ফাল্গুনের কবিতা

বসন্তের ফেসবুক স্ট্যাটাস, শুভেচ্ছা বার্তা ও উক্তি

শিক্ষামূলক ফেসবুক স্ট্যাটাস

শীতের সকালের কবিতা 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top