কুয়াশা নিয়ে কবিতা ও প্রেমের কবিতা

কুয়াশা নিয়ে কবিতা ও প্রেমের কবিতা

আজকে আমরা কথা বলবো কুয়াশা নিয়ে কবিতা নিয়ে। অনেকেই আছেন যারা কুয়াশা নিয়ে কবিতা পাওয়ার জন্য ইন্টারনেটে অনুসন্ধান করে থাকেন। তাদের জন্য আজকের পোস্টে কুয়াশা নিয়ে সেরা কিছু কবিতা দেওয়া হয়েছে।

সবার আগে কুয়াশা নিয়ে কবিতা সংগ্রহ করার জন্য আজকের পোষ্টটি মনোযোগ সহকারে পড়ুন। আশা করি আপনাদের সবার ভাল লাগবে।

কুয়াশা নিয়ে কবিতা

কুয়াশা নিয়ে কবিতা। যারা কুয়াশা নিয়ে কবিতা পেতে চান বা ফেসবুক এ কুয়াশা নিয়ে কবিতা দেওয়ার জন্য খুজেন। তাদের জন্য আমরা এখানে বাছাই করা কুয়াশা নিয়ে কবিতা দিয়েছি। আশা করি আপনাদের সবার ভাল লাগবে। তাই এখান থেকে সংগ্রহ করে নিন কুয়াশা নিয়ে কবিতা –

কুয়াশা ঝরা শীতের সকাল
– লক্ষ্মণ ভাণ্ডারী

কুয়াশা ঝরা
শীতের সকাল,
আমাকে পাঠায় নিমন্ত্রণ।

সারাটা দিন,
কনকনে শীত,
শীতে কাঁপি সর্বক্ষণ।

বন্ধ দরজায়,
ঠক্ঠক্ আওয়াজ,
মনে হয় যেন কে এসেছে।

জানি না কখন,
গরম চায়ের কাপ,
ঠাণ্ডায় জল হয়ে গেছে।

ভোরের কুয়াশা,
গ্রাসিছে চৌদিক,
কিছু দেখা নাহি যায়।

রাস্তার ভিখারি
কাঠ, গাছপালা দিয়ে,
আগুন জ্বালায়, আগুন পোহায়।

নাকি শীতকে পোড়ায়….?

জ্বালাও আগুন,
দিকে দিকে আজ,
জেগে ওঠো উত্তাল জনতা।

আগুন জ্বালাও,
শীতকে পোড়াও,
শীতের আর এক নাম ভীরুতা।

শিরায় উপশিরায়,
জমে উঠুক আজ,
তুষার গলানো উত্তাপ।

আগুন জ্বালাও,
শীতকে পোড়াও,
শীত জনজীবনে অভিশাপ।

কুয়াশা নিয়ে প্রেমের কবিতা

রুপালি কুয়াশা
Ejaj Ahamed
ধূসর সকাল নেমেছে,
রুপালি কুয়াশার অবগুণ্ঠনে
মুখ ঢেকেছে শূন্য রাস্তা,
আমি চলেছি একা;

হেঁটে চলা নব বধূর নূপুরের মতো
বাজছে শিশির পড়ার শব্দ
যেন রাস্তা সেজেছে বধূর সাজে,
পায়ে পরেছে নূপুর;
দিগন্তরেখা পরেছে তার গলায় কুয়াশার রুপোর হার;
আমার মুখ দিয়ে
চিমনির মতো কুণ্ডলী পাকিয়ে
বের হচ্ছে কুয়াশার মতো রুপালি ধোঁয়া;

শস্যক্ষেত,প্রান্তর পরেছে গায়ে কুয়াশার ওড়না;
বাড়িগুলোর চিলেকোঠায় উদাস হয়ে বসে আছে শিশির ফোটা
রবির স্নিগ্ধ কিরণছটায়
মুক্তোর মতো হেসে ওঠার অপেক্ষায়।
আদিগন্তের রুপালি সাজে আমার মন হলো পুলকিত,
শাশ্বত ভাবনারা করাঘাত করলো
আমার মনের দ্বারে;

উপলব্ধি করলাম প্রকৃতির সব সাজে আছে সৌন্দর্য-
বর্ষা কন্যার অশ্রুসজল চোখে,
বুড়ি শীতের শুষ্ক,কর্কশ ভাষাতে,
গ্রীষ্মের অতি কঠোর মেজাজে;
আসলে কষ্টের মাঝেও থাকে সৌন্দর্য,
প্রতিকূলতার মাঝেও থাকে সৌন্দর্য,
শুধু দরকার দেখার মতো চোখ
আর উপলব্ধি করার মতো মানসিকতা।

কুয়াশা নিয়ে প্রেমের কবিতা

আপনারা অনেকেই প্রেমের কবিতা পড়তে খুব ভালবাসেন। আবার অনেকেই কুয়াশা নিয়ে প্রেমের কবিতা ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার জন্য ইন্টারনেটে অনুসন্ধান করে থাকে। তাই এখানে কবিতা প্রেমিদের জন্য প্রিয় কিছু কুয়াশা নিয়ে প্রেমের কবিতা দেওয়া হয়েছে। আশা করি সবার খুব ভাল লাগবে ।

কুয়াশা ভেজা এক সকালের ভালোবাসা
– সুরজিৎ দাস

সেদিনও রাতের আঁধার সরিয়ে
সকাল এসেছিল,
শিতের হিমেল বাতাস
বাসা বেঁধেছিল জড়তার কোলে
সদ্যজাত সূর্য গাছের পাতায়,কুয়াশার সাথে
মেতেছিল লুকোচুরি খেলায় ;

একটু একটু করে সকালের বেড়েছিল বয়স ,
সূর্য তখন হিমালয়ের কোল পেরিয়ে
পূর্ণ যৌবনের পথে
কুয়াশার চাদর মেখেছিল গায়ে
ঘন কুয়াশা আবেশে জড়িয়ে ধরেছিল সূর্য কে
তাদের মধ্যে হয়েছিল ভাব ,
কুয়াশা এক সকালের জীবন শপেছিল
সূর্যের বুকে
কচি গাছের ডগা,সবুজ তৃণলতা
বিদ্রুপ করে বলেছিল_
“সূর্যের সঙ্গে ভাব !
ধুস পাগলি ,এ যে বড় বেমানান
বড়ই বিদঘুটে,
এ যে প্রকৃতি বিরুদ্ধ
সূর্যের যৌবনের তেজ যে তোকে পুড়িয়ে মারবে
দেহের শিরা উপশিরা কে করবে ছিন্ন
রক্ত কণিকা গুলোকে জমাট বাঁধাকে
বইবে দেহে রক্তধারা ;

মুখ ভার করা কুয়াশা
ছুটে গিয়েছিল সূর্যের কাছে,
অভিমানি মুখ ,সূর্যের আলিঙ্গনে নেমেছিল আঁধার ;

সময়ের বয়স বেড়েছে
সূর্যের তেজে কুয়াশার চোখে মুখে
তখন বিন্দু বিন্দু ঘাম
সূর্যের দিকে প্রশ্ন ছুরে বলেছিল
“আমাদের ভালোবাসা কি সত্যি বেমানান
বড়ই বিদঘুটে ?”

সূর্য আরো সজোরে জাপটে ধরেছিল কুয়াশা কে
কুয়াশা প্রসারিত করেছে দুটি হাত
অস্পষ্ট মুখের ভাষা অন্তিম যাত্রার ন্যায়
চিৎকার করে বলেছে ….
“এ কেমন ভালোবাসা !বিনাশ জেনেও
নিয়ে এসেছে তোমার কাছে ?
বুকের ভেতর টা দহন জ্বালায় পুড়লেও
আকরে ধরতে চাইছে বার বার তোমায় ”

চিৎকার করে বলেছে…….
“এ কোন শক্তি আমাকে তোমার থেকে
দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে ?
শরীরের জলকনা কে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে,
আমি যে থাকতে চাই তোমার পরশে
আমি যে তোমায় নিয়ে বাঁচতে চাই
বাঁচতে চাই তোমার সঙ্গে ।”

বজ্রকঠিন সূর্যের বিষ্ফোরিত নির্বাক দ্যুতি
অসহয়তার কাছে হয়েছে অপরাধী,
বলেগেছে শুধুই……..
ভালোবাসি ,ভালোবাসি ।

কুয়াশা-প্রেম
– আব্দুল্লাহ আল নোমান (বৃত্ত)

কুয়াশারে তোর উত্তরের হাওয়ার সাথে লুকোচুরি প্রেম,
সোনারোদ উঠলে পরে ঘাসের বুকে বুনিস তুই হেম,
তোর কারণেই হিমশীতল দূর্বাঘাসের কোল,
তারই মাঝে ঘাসফুলেরা করে হট্টগোল।

কুয়াশারে তোর প্রেমের পরশনে রাত্রি জেগে থাকে,
তোর মায়াতেই সূর্যটা নিজেকে খুব আড়ালে রাখে।

কুয়াশা

তুমি শীতের সন্ধ্যায় কুয়াশা হও,,
আমি হবো শীতের সকাল।
তুমি প্রেমের বাতাস হও🍂
আমি মত্ত হবো ভালবাসার আকাশে।

চলে এসো আজ সব মায়াজাল ভেঙ্গে;
আমরা ভেসে যাই একাকী আনমনে👩‍❤️‍👨
আবীর রাঙানো তোমার মুখটা
যেন ফুলের বাগানে রঙের ঘনঘটা🌸🌹🌼🌻
সুদূর নীলাকাশে ওই মেঘরাশি☁️
তোমাকে ভিজিয়ে দিচ্ছে এক পশলা বৃষ্টিতে🌧️
তুমি বৃষ্টি ভেজা হয়ে-
আলতো ছোঁয়ায় স্বস্তির নিঃশ্বাস দিলে😌
পাহাড়ের বুকে ঝর্ণা যদি মাতোয়ারা হয়
তোমাকে জড়িয়ে ধরবো💞
এক পলকের দেখায়,,
তুমি সাঁঝবাতি হয়ে জ্বালিয়ে দিলে🪔
আমার অন্ধকার মন।

আমি যদি হই খরস্রোতা নদী,
তবুও রোজ নিয়মমাফিক জ্বালাবো-
তোমার দেওয়া আলোর বাতি🪔
তোমাকে পেয়ে নিজেকে নদী ভরা ঢেউ ভাবি
এসেছো জীবনে‌ আমার;
করো নি কোনদিন কোন দাবী!
নিজেকে যখন করছিলাম বন্দী,
তুমি এসে আমাকে শেখালে
এক নতুন জীবনের সন্ধি👫🏻
তুমি আমার বাঁচার প্রেরণা,,
তুমি আমার কল্পনার কবিতা,,
তুমি মুক্ত আকাশে মৃদঙ্গ,
তুমি আমার জীবনের
শ্রেষ্ঠ একটা অঙ্গ।।

শেষ কথা

আমি চেষ্টা করেছি আজকের পোস্ট এর সাহায্যে সবাইকে কুয়াশা নিয়ে কবিতা পেতে সাহায্য করতে। আজকের পোষ্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। এবং আরো নতুন নতুন বিভিন্ন বিষয় নিয়ে উক্তি বাণী ও ফেসবুক স্ট্যাটাস পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন। এতক্ষন কষ্ট করে পোষ্টটি পড়ার জন্য ধন্যবাদ।

আরও দেখুন

শীতের রোমান্টিক কবিতা

শীতের সকালের স্ট্যাটাস

শীতের সকাল নিয়ে উক্তি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top