hsc result passing percentage

এইচএসসি রেজাল্ট ২০২৩ পাশের হার ৮৫.৯৫% শতাংশ প্রকাশ করলো শিক্ষা মন্ত্রী – ক্লিক করে পাশের হার দেখুন

প্রকাশিত হয়ে গেল এইচএসসি রেজাল্ট 2023। দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশ শিক্ষা বোর্ড এইচএসসি ফলাফল ঘোষণা করেছে। ০১ ফেব্রুয়ারি সংবাদমাধ্যমের প্রেস ব্রিফিংয়ে শিক্ষা মন্ত্রী দীপু মনি ঘোষণা করেছিলেন ০৮ ফেব্রুয়ারী বুধবার এইচএসসি রেজাল্ট প্রকাশ করা হবে। সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ফলাফল প্রস্তুত করে প্রকাশ করেছে।

শিক্ষা মন্ত্রণালয় প্রকাশ করেছে এইচএসসি রেজাল্ট 2023 পাশের হার। আপনারা যারা এইচএসসি পরীক্ষার ফলাফল 2023 পাসের হার খুঁজছেন। তাদের জন্য আজকের এই পোস্টে তুলে ধরা হয়েছে এইচএসসি পরীক্ষার রেজাল্ট 2023 পাশের হার।

গতবছর ০৬ নভেম্বর বৃহস্পতিবার থেকে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছিল। অন্যদিকে ০৬ ডিসেম্বর ২০২২ এইচএসসি পরীক্ষা শেষ হয়েছিল। অর্থাৎ মোট ২৮ কার্যদিবস লেগেছিল এইচএসসি পরীক্ষা শেষ হতে।

কিন্তু তার আগের বছর করনা পরিস্থিতি খারাপ থাকায় এইচএসসি ফলাফল অটোপাস আকারে ঘোষণা করা হয়েছিল। কিন্তু এ বছর সেই পরিস্থিতিতে পরীক্ষা চালানো হয়নি। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি এইচএসসি পরীক্ষার সকল কিছু সঠিকভাবে সম্পন্ন করেছেন। এবং এর মধ্যেই তিনি বিভিন্ন বোর্ডের পাশের হার প্রকাশ করেছেন।

আপনারা যাতে খুব সহজেই সবার আগে এইচএসসি রেজাল্ট 2023 পাসের হার জানতে পারেন। তার জন্য বিস্তারিত আলোচনা তুলে ধরা হয়েছে আজকের এই পোস্টে। আপনাদেরকে জানাতে চাই যে এইচএসসি পরীক্ষার্থী ছিল প্রায় 16 লাখেরও বেশি।

তাই এবারের এইচএসসি পরীক্ষার রেজাল্ট গড় পাসের হার ৯৩.৫৮% শতাংশ। এবং এবছর জিপিএ 5 পেয়েছে সর্বমোট 50000 যা মোট পরীক্ষার্থীর 4.5%। আমরা দেখতে পাচ্ছি অনেকেই এইচএসসি রেজাল্ট পাসের হার জানার জন্য ইন্টারনেটে অনুসন্ধান করা হয়েছে। তাই তাদের সুবিধার্থে আজকের এই পোস্টে তুলে ধরা হয়েছে এইচএসসি রেজাল্ট ফলাফল।

এইচ.এস.সি রেজাল্ট ২০২৩ঃ
পাশের হার ৮৫.৯৫%
সবার জন্য শুভকামনা❤️
•ঢাকা– পাশের হার- ৮৭.৮৩% জিপিএ ৫- ৬২,৪২১ জন
•চট্টগ্রাম– পাশের হার- ৭৬.৭৬% জিপিএ ৫–১২,৬৭০ জন
•রাজশাহী– পাশের হার- ৮১.৫৯% জিপিএ ৫- ২১,৮৫৫ জন
•বরিশাল– পাশের হার- ৮৬.৯৫% জিপিএ ৫- ৭,৩৮৬ জন
•সিলেট– পাশের হার- ৮১.৪০% জিপিএ ৫- ৪,৮৭১ জন
•যশোর– পাশের হার- ৮৩.৯৫% জিপিএ ৫- ১৮,৭০৩ জন
•কুমিল্লা– পাশের হার- ৯০.০৭% জিপিএ ৫- ১,৯৯৯১ জন
• ময়মনসিংহ– পাশের হার- ৮০.৩২%জিপিএ ৫- ৫,০২৮ জন
• কারিগরি- পাশের হার- ৯৪.৪১%

HSC Result 2023 Check

যারা এখনো জানেন না কীভাবে এইচএসসি ফলাফল দেখবেন তাদের জন্য দুটি পদ্ধতি রয়েছে। আপনি অনলাইনে এসএমএসের মাধ্যমে এবারের এইচএসসি ফলাফল দেখতে পারেন।

এইচএসসি পরীক্ষায় গড় পাসের হার ৯৩.৫৮  শতাংশ

এইচএসসি রেজাল্ট ২০২৩ পাশের হার

বাংলাদেশের এইচএসসি পরীক্ষার্থী সবাই অধীর আগ্রহে বসে আছে এবারের পাশের হার জানার জন্য। তাদের জন্য আজকের এই পোস্টে আমরা তুলে ধরেছি এইচএসসি পরীক্ষার ফলাফল পাশের হার। এবারের এইচএসসি পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে হয়েছে। তিনটি বিষয়ের অপুর এবারের এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে।

HSC Result Check Now…

hsc passing parcentage

 

এইচএসসি রেজাল্ট ২০২৩ – কখন দিবে জানালো শিক্ষা মন্ত্রী [ HSC Result 2023 ]

তাই এইচএসসি পরীক্ষার ফলাফলের হার অন্যরকম। আপনাদেরকে জানাতে চাই গত বছরের তুলনায় এবারের এইচএসসি পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা 33 হাজার 901 জন বেশি ছিল। করো না পরিস্থিতির কারণে তিনটি বিষয়ের পরীক্ষার সময় নির্ধারণ করা হয় দেড় ঘন্টা এবং অন্যদিকে পরীক্ষার নম্বর বন্টন করা হয় 100 এর পরিবর্তে 50।

বোর্ড পাসের হার 
ঢাকা বোর্ডে পাসের হার ৯৮.০৭% শতাংশ
রাজশাহী বোর্ডে পাসের হার ৯৯.১১%
যশোর বোর্ডে পাসের হার ৯৮.৯৭%
কুমিল্লা বোর্ডে পাসের হার ৯৮.১৭%
চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৯৮.০১%
বরিশাল বোর্ডে পাসের হার ৯৮.৩৭% শতাংশ
সিলেট বোর্ডে পাসের হার ৯৭.০৩
দিনাজপুর বোর্ডে পাসের হার ৯৭.৩৭ শতাংশ
ময়মনসিং বোর্ডে পাসের হার ৯৮.৫০%

উপরে উল্লেখিত পাসের হার টেবিল দেখলে। বরিশাল বিভাগে পাসের হার সবথেকে কম ও ঢাকা বোর্ডের শিক্ষার্থীদের পাসের হার বেশি। কারণ অনেক শিক্ষার্থী করোনার কারণে সঠিকভাবে প্রিপারেশন নিতে পারেনি। আশা করি আজকের পোস্ট এর সাহায্যে আপনারা এইচএসসি পরীক্ষার পাশের হার জানতে পেরেছেন। আপনার বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে এইচএসসি পরীক্ষার রেজাল্ট পাসের হার জানতে সাহায্য করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *