Dhaka to tangail train

ঢাকা টু টাংগাইল ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৪

ঢাকা টু টাঙ্গাইল ট্রেনের সময়সূচী ও ভাড়া। আপনি যদি ঢাকা থেকে টাঙ্গাইল যাওয়ার ট্রেনের সময়সূচী খুঁজে থাকেন। তাহলে এই পোষ্ট টি আপনার জন্য। টাঙ্গাইল হচ্ছে ঢাকা থেকে উত্তরবঙ্গ যাওয়ার একটি মধ্যম স্থান। উত্তরবঙ্গের সকল ট্রেন টাঙ্গাইলের উপর দিয়ে যাতায়াত করে। যার জন্য ঢাকা থেকে টাঙ্গাইল যাওয়া খুবই সহজ। আপনি যদি বাসে যেতে চান তাহলে আপনাকে অনেক সময় দিতে হবে। কিন্তু আপনি খুব কম সময়ের মধ্যে ট্রেনের মাধ্যমে ঢাকা থেকে টাঙ্গাইল যেতে পারেন।

আজকে আমরা আমাদের পোস্টের ঢাকা টু টাঙ্গাইল ট্রেনের সময়সূচী ও ভাড়া নিয়ে আলোচনা করব। ঢাকা কমলাপুর রেলস্টেশন থেকে উত্তরবঙ্গের সকল ট্রেন গুলো টাঙ্গাইল স্টেশন পর্যন্ত যেতে থাকে। এবং বেশিরভাগ ট্রেনে টাঙ্গাইলে স্টপেজ আছে। যার দরুন সবাই ট্রেনে ভ্রমণ করতে অনেক ভালোবাসে। প্রতিটা ট্রেন এক নির্দিষ্ট সময় ঢাকা থেকে টাঙ্গাইলের উদ্দেশে ছেড়ে আসে। এখন আপনি যদি ট্রেনের সময়সূচী না জানেন তাহলে ট্রেনটি ধরতে পারবেন না।আপনি যাতে সহজেই সব তথ্য খুঁজে পান তার জন্যই আজকে আমাদের এই পোস্ট।

ঢাকা টু টাঙ্গাইল ট্রেনের সময়সূচী

ঢাকা থেকে টাঙ্গাইলের রুটে সর্ব মোট 11 টি ট্রেন চলাচল করে। এবং ট্রেনগুলো একটি নির্দিষ্ট সময় সূচি মেনে চলাচল করে।ট্রেনের লাইনে যদি কোন অসুবিধা না হয় তাহলে ট্রেনগুলো নির্দিষ্ট সময়ে স্টেশন থেকে ছেড়ে যায়। বিশেষভাবে কিছুই স্পেশাল ট্রেন হচ্ছে সিল্কসিটি এক্সপ্রেস, ধুমকেতু এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, সিরাজগঞ্জ এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস ইত্যাদি।আপনাদের সুবিধার্থে ঢাকা থেকে টাঙ্গাইল যাওয়ার সকল ট্রেনের সময়সূচী উল্লেখ করা হলো:

ঢাকা টু টাংগাইল ট্রেনের সময়সূচী

ট্রেনের নাম                   ছাড়ার সময়             পৌছায়            ছুটির দিন

সিল্কসিটি এক্সপ্রেস(৫৩)        ১৪:৪৫                ১৬:৫৫                 রবিবার

ধূমকেতু এক্সপ্রেস(৭৬৯)       ০৬:০০               ০৭:৫৫               বৃহস্পতিবার

সুন্দরবন এক্সপ্রেস(৭২৬)       ০৮:১৫               ০৯:৪৫                মঙ্গলবার

নীলসাগর এক্সপ্রেস(৭৬৫)     ০৬:৪০              ০৮:২০               সোমবার

একতা এক্সপ্রেস(৭০৫)            ১০:১০               ১২:০৫                 নাই

সিরাজগঞ্জ এক্সপ্রেস(৭৭৬)     ১৭:০০               ২১:৩০               শনিবার

চিত্রা এক্সপ্রেস(৭৬৪)               ১৯:০০               ২২:১০             সোমবার

দ্রুতযান এক্সপ্রেস(৭৫৭)            ২০:০০              ২২:০০              নাই

লালমনি এক্সপ্রেস(৭৫১)           ২১:৪৫               ২৩:৪০              শুক্রবার

পদ্মা এক্সপ্রেস(৭৫৯)                ২৩:০০              ০১:০০              মঙ্গলবার

লোকাল (৬৬১)                         ১১:৪০               ১২:৫৪                 নাই

ঢাকা টু টাঙ্গাইল ট্রেনের টিকিটের মূল্য

ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব খুব বেশি না। ঢাকা থেকে টাঙ্গাইল আসতে প্রায় দেড় ঘণ্টার মতো সময় লাগে। এবং ঢাকা থেকে টাঙ্গাইল ট্রেনের টিকিটের মূল্য সর্বনিম্ন 90 টাকা এবং সর্বোচ্চ 315 টাকা। আপনারা যাতে আপনাদের পছন্দের আসন দেখে টিকিট ক্রয় করতে পারেন। তার জন্যে আমরা নিচে ঢাকা টু টাঙ্গাইল ট্রেনের টিকিটের মূল্য উল্লেখ করেছি।

আসন বিভাগ                       টিকিটের দাম

শোভন                                  ৯০টাকা

শোভন চেয়ার                        ১০৫টাকা

প্রথম সিট                              ১৭৫টাকা

প্রথম বার্থ                               ২৪০টাকা

স্নিগ্ধা                                    ২১০টাকা

এসি সিট                              ২৪০টাকা

এসি বার্থ                               ৩১৫টাকা

ঢাকা টু টাঙ্গাইল লোকাল ট্রেনের সময়সূচী

ঢাকা থেকে টাঙ্গাইল যাওয়ার জন্য সবাই রাজশাহী এক্সপ্রেস ট্রেনটি তে যাতায়াত করে। এবং এই ট্রেনটি ঢাকা কমলাপুর রেলস্টেশন থেকে রাজশাহী পর্যন্ত যায়। ট্রেনটি লোকাল সার্ভিস দেওয়ায় সবাই এটিতে যাতায়াত করে। নিচে ঢাকা টু টাঙ্গাইল ট্রেনের সময়সূচী দেওয়া হল:

ট্রেনের নাম                   ছাড়ার সময়             পৌছায়            ছুটির দিন

রাজশাহী এক্সপ্রেস              ১:৩০                          ৬:৫০               নাই

ঢাকা টু টাঙ্গাইল লোকাল ট্রেনের টিকিটের মূল্য

আপনি হয়তো জানেন প্রতিটি লোকাল ট্রেনের টিকিটের মূল্য আন্তঃনগর ট্রেনের টিকিট এর চাইতে কম হয়। ঢাকা থেকে টাঙ্গাইল যাওয়ার লোকাল ট্রেন হিসেবে রাজশাহীএক্সপ্রেস খুব পরিচিত। এবং এই ট্রেনের টিকিট মূল্য খুবই কম। নিচে ঢাকা টু টাঙ্গাইল লোকাল ট্রেনের টিকিটের মূল্য উল্লেখ করা হলো:

যাত্রা                                          টাকা

ঢাকা থেকে টাঙ্গাইল –            ৫০ টাকা

আশা করি আমাদের পোস্টের মাধ্যমে ঢাকা থেকে টাঙ্গাইল যাওয়ার ট্রেনের সময়সূচী। এবং বিভিন্ন ট্রেনের টিকিটের মূল্য সম্পর্কে জানতে পেরেছেন। পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। এবং আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমে টিকিট ক্রয় করতে পারেন। বর্তমানে এই ই-টিকিটিং ব্যবস্থার খুব প্রচলিত।

আরও দেখুনঃ 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top