Dhaka to jamalpur train

ঢাকা টু জামালপুর ট্রেনের সময়সূচী ও ভাড়া

ঢাকা টু জামালপুর ট্রেনের সময়সূচী ও ভাড়া। আমরা আজকে কথা বলব ডাকা থেকে জামালপুর ট্রেনের মাধ্যমে যাওয়ার পদ্ধতি নিয়ে। ঢাকা হচ্ছে সবচাইতে ব্যস্ততম শহর। এবং বাংলাদেশের রাজধানী।

ঢাকা থেকে প্রতিটি জায়গার উদ্দেশ্যে ট্রেন ছেড়ে যায়। সেরকম ঢাকা থেকে জামালপুরের উদ্দেশ্যে প্রতিদিন অনেক মানুষ গমন করে। আপনি যদি ঢাকা থেকে জামালপুর যেতে চান।

তবে দুইভাবে যেতে পারেন বাস এবং ট্রেনের মাধ্যমে। তবে ট্রেন খুব অল্প সময়ের মধ্যে ঢাকা থেকে জামালপুর যেতে পারে। যার জন্য সবাই ট্রেনে যাতায়াত করতে পছন্দ করে। আপনি যদি ট্রেনে ভ্রমণের নতুন হন।

তাহলে আপনাকে অবশ্যই ঢাকা থেকে জামালপুর ট্রেনের সময়সূচী। এবং টিকিটের মূল্য সম্পর্কে জানতে হবে। আপনাদের যাতে অনেক খোঁজাখুঁজি করতে না হয়। তার জন্য আমরা আমাদের এই পোস্টে ঢাকা টু জামালপুর ট্রেনের সময়সূচী ও টিকিট এর মূল্য উল্লেখ করেছি।

ঢাকা টু জামালপুর আন্তঃনগর ট্রেনের সময়সূচী

ঢাকা থেকে জামালপুর রুটে আন্তঃনগর ও লোকাল এক্সপ্রেস ট্রেন যাতায়াত করে। লোকাল ট্রেন গুলো একটু বেশি সময় নিয়ে যাতায়াত করে। যার জন্য সবাই আন্তঃনগর ট্রেনে যাতায়াত করে।

ঢাকা থেকে জামালপুর যাওয়ার জন্য চারটি আন্তঃনগর ট্রেন রয়েছে।ট্রেন গুলোর নাম হচ্ছে তিস্তা এক্সপ্রেস, অগ্নিবীণা এক্সপ্রেস, যমুনা এক্সপ্রেস, ব্রাহ্মণবাড়িয়া এক্সপ্রেস। নিচে সকল ট্রেনের সময়সূচী তালিকা আকারে দেওয়া হল:

ট্রেনের নাম                    ছাড়ার সময়           পৌঁছায়             ছুটির দিন

তিস্তা এক্সপ্রেস(৭০৭)          ০৭:৩০                 ১০:২০                 সোমবার

অগ্নিবিনা এক্সপ্রেস(৭৩৫)    ১১:০০                 ১৫:০০                    নাই

যমুনা এক্সপ্রেস(৭৪৫)          ১৬:৪৫                 ২১:২০                  নাই

ব্রাহ্মণবাড়িয়া এক্সপ্রেস(৭৪৩) ১৮:১৫            ২২:৪৫                     নাই

ঢাকা টু জামালপুর লোকাল ট্রেনের সময়সূচী

ঢাকা থেকে জামালপুর যাওয়ার জন্য অনেক লোকাল ট্রেন রয়েছে। সবার কাছে আন্তঃনগর ট্রেনের টিকিট কাটার টাকা থাকেনা। যার জন্য অনেকেই লোকাল ট্রেনে যাতায়াত করতে পছন্দ করে।কারণ সাধারণত লোকাল ট্রেনের টিকিট মূল্য অনেক কম হয়। ঢাকা থেকে জামালপুর রোড এর তিনটি লোকাল ট্রেন চলাচল করে। ট্রেন গুলোর নাম হচ্ছে দেওয়ানগঞ্জ কমিউটার, জামালপুর কমিউটার, ভাওয়াল এক্সপ্রেস। নিচে ঢাকা থেকে জামালপুর লোকাল ট্রেনের সময়সূচী উল্লেখ করা হলো:

ট্রেনের নাম                         ছাড়ার সময়           পৌঁছায়         ছুটির দিন


দেওয়ানগঞ্জ কমিটার(৪৭)          ০৫:৪০                    ১০:২২            নাই

জামালপুর কমিউটার(৫১)          ১৫:৪০                    ২০:৪৮           নাই

ভাওয়াল এক্সপ্রেস(৫৫)               ২১:২০                    ০৩:৩২           নাই

ঢাকা টু জামালপুর ট্রেনের টিকিটের মূল্য

বাংলাদেশের প্রতিটি ট্রেনের বিভিন্ন আসন ব্যবস্থা করা থাকে।এবং প্রতিটি আসন ব্যবস্থার একটি নির্দিষ্ট মূল্য বাংলাদেশ রেলওয়ে থেকে নির্ধারিত থাকে। আপনি যদি ঢাকা থেকে জামালপুর যেতে চান তাহলে অবশ্যই আপনাকে আসন ব্যবস্থার মূল্য সম্পর্কে জানতে হবে। নিচে আমরা আসল বিভাগ গুলোর নাম এবং টিকিটের মূল্য উল্লেখ করে দিয়েছি।

আসন বিভাগ            টিকিটের মূল্য


শোভন                       ১৮৫টাকা

শোভন চেয়ার             ২২০টাকা

প্রথম সিট                  ২৯৫টাকা

প্রথম্ বার্থ                  ৪৪০টাকা

স্নিগ্ধা                         ৪২০টাকা

এসি সিট                   ৫০৬টাকা

উপরোক্ত তালিকা থেকে ঢাকা টু জামালপুর ট্রেনের টিকিটের মূল্য সম্পর্কে জানতে পেরেছেন আশা করি। আপনাদের যদি ঢাকা থেকে জামালপুর ট্রেনের মাধ্যমে যাওয়ার কোন প্রশ্ন থাকে। তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা যথাসম্ভব চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার। এবং পোস্টটি শেয়ার করতে ভুলবেন না।

আরও পড়ুনঃ 

ঢাকা টু রাজশাহী ট্রেনের সময়সূচী এবং টিকিটের মূল্য

ঢাকা টু পঞ্চগড় ট্রেনের সময়সূচী এবং ভাড়া

ঢাকা টু গাইবান্ধা ট্রেনের সময়সূচী ও টিকেটের মূল্য

বাংলাবান্ধা এক্স‌প্রেস ট্রেন সময়সূচি এবং ভাড়া

ঢাকা টু রংপুর ট্রেনের সময়সূচী ও ভাড়া

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top