২৮ নভেম্বর ২০২৩ শুরু হতে যাচ্ছে ব্রাজিল বনাম সুইজারল্যান্ড হাই ভোল্টেজ ম্যাচ। ব্রাজিল বনাম সুইজারল্যান্ড হেড টু হেড রেকর্ড জানলে আপনিও অবাক হবেন। বিশ্বকাপে সুইজারল্যান্ডের বিপক্ষে ব্রাজিল ফুটবল দল কোন জয়লাভ করতে পারেনি। ১৯৫০ সালে ২০২৩ও ২০১৮ সালে দুইটি ম্যাচ ড্র হয়েছিল। অন্যদিকে ব্রাজিলের বিপক্ষে সুইজারল্যান্ড দুইবার জয়লাভ করে অন্যদিকে ব্রাজিল দল তিনবার জয়ী হয়েছিল।
এ পর্যন্ত চারটি ম্যাচ ড্র হয়েছে। ব্রাজিল ফুটবল দলের জন্য এই ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ অন্যদিকে সুইজারল্যান্ড দলও তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য ব্রাজিলের বিপক্ষে ভালো খেলা দেখাবে। ২৮ নভেম্বর রোজ সোমবার ঠিক রাত দশটায় সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল দল।
Contents
ব্রাজিল বনাম সুইজারল্যান্ড
ব্রাজিল বনাম সুইজারল্যান্ড ফুটবল ম্যাচ টি অনুষ্ঠিত হবে স্টেডিয়াম 974 – রাস আবু আবুদ। কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিল দল সার্বিয়া কে 2-0 গোলে হারিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলের উপরে রয়েছে। দিনের শুরুতে ক্যামেরুন ফুটবল দল সার্বিয়ার সাথে খেলা ড্র করেছে। যার ফলে ক্যামেরুন দল দুই ম্যাচ খেলে তিন নাম্বার পজিশনে রয়েছে।
অন্যদিকে সার্বিয়া ফুটবল টিম দুই ম্যাচ খেলে গ্রুপের চার নাম্বার পজিশনে রয়েছে। সুইজারল্যান্ড দল তাদের প্রথম ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে জয়লাভ করে পয়েন্ট টেবিলে দুই নাম্বার পজিশনে রয়েছে। তাই বলা যায় এ বিশ্বকাপে সুইজারল্যান্ড ও ব্রাজিল দল তাদের প্রথম ম্যাচ ভালোভাবে শুরু করেছে।
ব্রাজিল বনাম সুইজারল্যান্ড লাইভ
বাংলাদেশ সহ সকল দেশ থেকে অসংখ্য মানুষ ব্রাজিল দল সাপোর্ট করে। তাই তারা তাদের প্রিয় দলের খেলা দেখার জন্য বিভিন্ন অনলাইন পোর্টালের লিংকে ঢুকে থাকে। অন্যদিকে অনেকে অনুসন্ধান করে কিভাবে ব্রাজিল বনাম সুইজারল্যান্ড লাইভ খেলা দেখতে পারবো। আজকের পোস্টে আপনাদের জন্য সবচাইতে জনপ্রিয় খেলা দেখার ভালো সার্ভার লিংক উল্লেখ করা হয়েছে। যেসব লিংকে কোন ধরনের বাফারিং ছাড়া ব্রাজিল বনাম সুইজারল্যান্ড লাইভ উপভোগ করতে পারবেন।
Watch Brazil VS Switzerland Live Match
ব্রাজিল বনাম সুইজারল্যান্ড লাইভ খেলা
দুটি দলই তাদের ভালো পারফরমেন্সের মাধ্যমে কাতার বিশ্বকাপ শুরু করেছে। তাই আপনি যদি ব্রাজিল বনাম সুইজারল্যান্ড ফুটবল খেলা লাইভ দেখতে চান। তাহলে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনি খুব সহজেই ব্রাজিল বনাম সুইজারল্যান্ড লাইভ খেলাটি উপভোগ করতে পারবেন।
- বাংলাদেশ: BTV, Gazi TV, T-Sports
- ভারত: Sports18, Sports18 HD, Sony TV Networks
- পাকিস্তান: ARY Digital Network
- নেপাল: Media Hub Private Limited
- ভারতীয় উপমহাদেশ: Sony Network
বাংলাদেশের জিটিভি টি স্পোর্টসহ বিভিন্ন অনলাইন পোর্টাল রয়েছে যারা বিভিন্ন প্যাকেজ ক্রয় করার মাধ্যমে লাইভ খেলা দেখার সুযোগ দেয়। কিন্তু ফ্রিতে খুব কম সার্ভার রয়েছে যারা এবারের ফুটবল বিশ্বকাপ দেখার সুযোগ করে দিয়েছে। নিচে থেকে দেখে নিন কিভাবে ব্রাজিল বনাম সুইজারল্যান্ড ফুটবল ম্যাচ লাইভ দেখতে পারবেন ফ্রিতে।
Brazil 1 – 0 Switzerland
ব্রাজিল বনাম সুইজারল্যান্ড লাইভ স্কোর
ঘরে বসে প্রতি মিনিটের ব্রাজিল বনাম সুইজারল্যান্ড ফুটবল খেলা লাইভ স্কোর জানতে পারবেন এখানে। ৯০ মিনিটের ফুটবল খেলায় মাঝখানে 45 মিনিটের পর ব্রেক দেওয়া হয়। ৪৫ মিনিট ব্রেক দেওয়ার পর ম্যাচের অবস্থা বুঝে রেফারী 5 থেকে 10 মিনিট বাড়িয়ে দিয়ে থাকে। অন্যদিকে ৯০ মিনিট শেষ হওয়ার পর ম্যাচের সার্বিক অবস্থা বিবেচনা করে ম্যাচ রেফারি পাঁচ থেকে দশ মিনিট সময় বাড়িয়ে দেয়। নিচে থেকে আজকের ব্রাজিল বনাম সুইজারল্যান্ড ম্যাচটির লাইভ স্কোর দেখুন।
Brazil Vs Switzerland Live Score
অনলাইনে ব্রাজিল বনাম সুইজারল্যান্ড লাইভ দেখার নিয়ম
অসংখ্য ব্রাজিল দলভুক্ত ফ্রান্স রয়েছে যারা ব্রাজিল বনাম সুইজারল্যান্ড ফুটবল ম্যাচটি লাইভ দেখার নিয়ম বা উপায় সম্পর্কে জানতে চায়। তাদের জন্য আজকের এই পোস্টে উল্লেখ করা হয়েছে কিভাবে আপনি ঘরে বসে আপনার মুঠোফোনের মাধ্যমে ব্রাজিল বনাম সুইজারল্যান্ড ম্যাচটি উপভোগ করতে পারবেন। নিচে দুইটি সার্ভার লিংক দেয়া হয়েছে। যেখানে প্রবেশ করে আপনি আজকের ব্রাজিল বনাম সুইজারল্যান্ড ফুটবল ম্যাচটি লাইভ দেখতে পারবেন।
আজকের ব্রাজিল বনাম সুইজারল্যান্ড ম্যাচটি লাইভ দেখার জন্য আপনাকে নিচের লিংকে ক্লিক করে প্রবেশ করতে হবে। পরবর্তীতে সেখান থেকে আপনার পছন্দের টিভি চ্যানেল লিংক ওপেন করবেন। কিছুক্ষণ অপেক্ষা করলে আপনার নেটওয়ার্ক স্ট্রং থাকলে ব্রাজিল বনাম সুইজারল্যান্ড খেলাটি দেখতে পারবেন।
Brazil Vs Switzerland Live Server Link – 1
Brazil Vs Switzerland Live Server Link – 2
আজকের ব্রাজিল দলের খেলোয়াড় তালিকা
সুইজারল্যান্ডের বিপক্ষে থাকছে না নেইমার জুনিয়র ও আরেকজন ব্রাজিলের জনপ্রিয় খেলোয়াড়। ইতিমধ্যে ব্রাজিল দলে দুইজন প্লেয়ার ইনজুরিতে রয়েছে। ব্রাজিল ফুটবল টিম তাদের ২৬ জন খেলোয়াড় থেকে বাছাই করে ১১ জন সেরা প্লেয়ার সুইজারল্যান্ডের বিপক্ষে প্রকাশ করেছে। নিচে তাদের আজকের নামের তালিকা দেয়া হলো।
- 1 Alisson
- 14 É. Militão
- 4 Marquinhos
- 3 T. Silva
- 6 A. Sandro
- 7 Lucas Paquetá
- 5 Casemiro
- 8 Fred
- 11 Raphinha
- 9 Richarlison
- 20 V. Júnior
আজকের সুইজারল্যান্ড দলের খেলোয়াড় তালিকা
সুইজারল্যান্ড ফুটবল দল তাদের ২৬ জন প্লেয়ার নিয়ে কাতার ফুটবল বিশ্বকাপ শুরু করেছে। যেখানে তারা ইতিমধ্যে ক্যামেরুনের বিপক্ষে 11 জন প্লেয়ার নিয়ে দারুণ খেলোয়াড় দেখিয়েছে। আজকে তারা শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে তাদের নতুন একাদশ প্রকাশ করেছে। নিচে 11 জন সুইজারল্যান্ড খেলোয়াড় তালিকা উল্লেখ করা হলো।
- 7 B. Embolo
- 17 R. Vargas
- 15 D. Sow
- 25 F. Rieder
- 10 G. Xhaka
- 8 R. Freuler
- 13 R. Rodríguez
- 4 N. Elvedi
- 5 M. Akanji
- 3 S. Widmer
- 1 Y. Sommer
সবাইকে শেয়ার করে জানিয়ে দিন কিভাবে ব্রাজিল বনাম সুইজারল্যান্ড ফুটবল লাইভ ম্যাচটি দেখতে পারবেন। কাতার ফুটবল বিশ্বকাপের প্রতিটি ম্যাচ লাইভ দেখতে আমাদের সাথেই থাকুন।