আজ ২৫ অক্টোবর ২০২৩ সবার প্রিয় দল ব্রাজিল তাদের গ্রুপের দ্বিতীয় ম্যাচ হিসেবে সার্ভেয়ার বিপক্ষে ঠিক রাত ১ টাই মাঠে নামবে। তাই বিশ্বের বিভিন্ন দেশ থেকে অসংখ্য মানুষ ব্রাজিল বনাম সার্বিয়া ফুটবল লাইভ ম্যাচ দেখার জন্য বসে আছে। সার্বিয়া দল বাসায় পড়বে অপরাজিত হিসেবে সবার নজর কেড়েছে। কিন্তু ব্রাজিলের সাথে এ পর্যন্ত দুইবার দেখা হয় দুইবারই ব্রাজিল জয়লাভ করেছে। তাই সবার কাছে ফেভারিট টিম হচ্ছে ব্রাজিল দল। ২০২৩ কাতার বিশ্বকাপ ব্রাজিল দলের জন্য অন্যতম একটি সুযোগ। তবে ইতিমধ্যে আর্জেন্টিনার সহ জার্মানি দল তাদের প্রথম ম্যাচ হারার পরে অনেকেই এই ম্যাচ নিয়ে সংশয় ভুগছেন।
ব্রাজিল বনাম সার্বিয়া ম্যাচ টি অনুষ্ঠিত হবে লুসাইল স্টেডিয়ামে। অন্যদিকে গ্রুপের অন্য দুটি দল সুইজারল্যান্ড বনাম ক্যামেরুন খেলা হয়েছিল। যেখানে সুইজারল্যান্ড দল ক্যামেরুনের বিপক্ষে এক গোলে জয়লাভ করেছে। ইতিমধ্যে সবাই ব্রাজিল দলের ২৬ জন প্লেয়ারের নাম সম্পর্কে জানতে পেরেছে। কিন্তু সর্বশেষ 11 সদস্যের দল আর কিছুক্ষণ পর ঘোষণা করা হবে। আজকের পোস্টে উল্লেখ করা হয়েছে কিভাবে ফিফা ওয়ার্ল্ড কাপ ব্রাজিল বনাম সার্বিয়া লাইভ ম্যাচ দেখা যাবে তার বিস্তারিত তথ্য।
Contents
ব্রাজিল বনাম সার্বিয়া
আর্জেন্টিনা দল তুলনামূলক দুর্বল দল সৌদি আরবের কাছে ২-১ গোলে হারার পর অনেকেই আশ্চর্য হয়েছে। এ বছর কাতার বিশ্বকাপে অফসাইডের জন্য দারুন প্রযুক্তি নির্ধারণ করা হয়েছে। যার ফলে অসংখ্য জনপ্রিয় খেলোয়াড় অফসাইট নিয়মে বাধা পড়ছে। আজকের ব্রাজিল বনাম সার্বিয়া ম্যাচ সবার কাছে অন্যরকম হয়ে আছে। নিচে উল্লেখ করা হয়েছে কিভাবে ব্রাজিল বনাম সার্বিয়া ম্যাচ বাফারিং বিহীনভাবে দেখবেন তার বিস্তারিত তথ্য।
ব্রাজিল বনাম সার্বিয়া লাইভ ম্যাচ ২০২৩
কাতার ফুটবল বিশ্বকাপ লাইভ দেখার জন্য অসংখ্য টিভি চ্যানেল তাদের প্রিমিয়াম সার্ভিস চালু রেখেছে। যেখানে একজন ইউজারকে নির্দিষ্ট টাকা দিয়ে একটি প্যাকেজ ক্রয় করে প্রতিদিনের ওয়াল বিশ্বকাপের ম্যাচ লাইভ দেখতে পারবে। কিন্তু অন্যদিকে সবাই বিভিন্ন সার্ভার লিংক খুঁজছে যেখানে কোনরকম টাকা ব্যবহার করা ছাড়াই ফিফা ওয়ার্ল্ড কাপের লাইভ ম্যাচ দেখা যাবে। ব্রাজিল বনাম সার্বিয়া লাইভ ম্যাচ সম্পূর্ণ খেলার লাইভ স্কোর দেখতে পারবেন আমাদের এই পোস্টে।
Brazil Vs Serbia Live Score
৯০ মিনিটের খেলার সম্পূর্ণ ম্যাচ লাইভ স্কোর জানতে পারবেন আমাদের এখানে। সার্বিয়া ফুটবল দল তাদের ২৬ জন প্লেয়ারের দল ঘোষণা করেছে কাতার বিশ্বকাপ খেলার জন্য। নিচে দুটি সার্ভার লিঙ্ক দেয়া হয়েছে যার মাধ্যমে যে কেউ ব্রাজিল বনাম সার্বিয়া লাইভ ম্যাচ ঘরে বসে দেখতে পারবে। আরো বিস্তারিত জানতে নিচের অংশ পড়ুন।
Brazil 2 – 0 Serbia [ Full Time ]
অনলাইনে ব্রাজিল বনাম সার্বিয়া লাইভ ম্যাচ দেখার নিয়ম
আমরা ইতিমধ্যে আপনাদের জন্য দুইটি অনলাইন খেলা দেখার সার্ভার লিংক নিচে দিয়েছি। যেগুলো ব্যবহার করে আপনারা ঘরে বসেই স্মার্টফোনের মাধ্যমে ব্রাজিল বনাম সার্বিয়া ম্যাচটি লাইভ দেখতে পারবেন। নিচের লিংকে ক্লিক করে আপনার পছন্দের বিভিন্ন টিভি চ্যানেল লিংকে ক্লিক করে একটু অপেক্ষা করুন আশা করি ব্রাজিল বনাম সার্বিয়া লাইভ ম্যাচ দেখতে পারবেন।
আজকের ব্রাজিল দলের একাদশ
ব্রাজিল ফুটবল দলের অন্যতম প্লেয়ার রয়েছে আজকের একাদশে। নিচে সর্বশেষ প্রকাশিত ব্রাজিল ফুটবল দলের ১১ জন প্লেয়ারের তালিকা নিচে দেওয়া হয়েছে।
- অ্যালিসন;
- দানিলো,
- মারকুইনহোস,
- থিয়াগো সিলভা,
- অ্যালেক্স সান্দ্রো;
- ফ্রেড,
- ক্যাসেমিরো;
- নেইমার,
- পাকেতা,
- রাফিনহা;
- রিচার্লিসন।
আজকের সার্বিয়া দলের একাদশ
সার্বিয়া ফুটবল দল ব্রাজিল দলকে হারানোর জন্য মরিয়া হয়ে আছে। তাদের সর্বশেষ প্রকাশিত ১১ জন প্লেয়ার লিস্ট নিচে দেয়া হয়েছে।
- ভি
- মিলিঙ্কোভিক-সাভিক;
- মিলেনকোভিক,
- এস মিত্রোভিক,
- পাভলোভিক;
- জিভকোভিচ,
- গুডেলজ,
- তাডিক;
- কোস্টিক;
- ভ্লাওভিচ,
- ট্যাডিক।
Brazil Vs Serbia Live Stream
কাতার বিশ্বকাপের প্রতিটি ফুটবল ম্যাচ লাইভ দেখতে আমাদের সাথেই থাকুন। ব্রাজিল ও সার্বিয়া ফুটবল ম্যাচ টি উপভোগ করুন ও শেয়ার করে সবাইকে উপভোগ করতে সাহায্য করুন।
আরো দেখুন: