প্রথম রাউন্ডের শেষ খেলা অনুষ্ঠিত হবে আজ তিন ডিসেম্বর রাত ১ টায়। ব্রাজিল ও ক্যামেরুন ফুটবল দল তাদের গ্রুপের শেষ ম্যাচটি খেলবে আজকে। ইতিমধ্যে ব্রাজিল ফুটবল দল দ্বিতীয় রাউন্ডের জন্য কোয়ালিফাই হয়েছে। ব্রাজিল ফুটবল দল তাদের গত দুই ম্যাচে জয় পেয়েছে সার্বিয়া ও সুইজারল্যান্ড এর বিরুদ্ধে। অন্যদিকে ক্যামেরুন দল একটি ম্যাচ ড্র করেছে ও একটি ম্যাচ হেরেছে। যার ফলে তারা পয়েন্ট টেবিলের ৩ নাম্বার পজিশনে রয়েছে এক পয়েন্ট নিয়ে। ব্রাজিল দল ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ পয়েন্ট টেবিলের এক নম্বর পজিশনে রয়েছে।
ব্রাজিল ফুটবল দলকে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে আজকের ম্যাচ ক্যামেরুনের বিরুদ্ধে ড্র করতে হবে। কিন্তু ক্যামেরুন দল যদি আজকে ব্রাজিল দলের বিপক্ষে জয় পায় তারপরও তাদের নির্ভর করতে হবে সার্বিয়া ও সুইজারল্যান্ড ম্যাচের দিকে। কাতার দোহার লুসাইল আইকনিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত একটায় অনুষ্ঠিত হবে ব্রাজিল বনাম ক্যামেরুন ফুটবল ম্যাচ।
তবে সবার কাছে ফেভারিট দল হিসেবে রয়েছে ব্রাজিল ফুটবল দল। ক্যামেরুন ও ব্রাজিল ফুটবল দলের অধিক পরিসংখ্যান খেয়াল করলে ব্রাজিল ফুটবল দল এগিয়ে আছে। ব্রাজিল ফুটবল দল ও ক্যামেরুন ফুটবল দলের এই পর্যন্ত ছয় বার দেখা হয়েছে। যেখানে ক্যামেরুন ফুটবল দল একটি ম্যাচ জিতেছে অন্যদিকে ব্রাজিল ফুটবল দল পাঁচটি ম্যাচ জিতেছে।
তবে বিশ্বকাপের মঞ্চে এ পর্যন্ত দুইবার মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও ক্যামেরুন ফুটবল দল। যেখানে দুইবারই ব্রাজিল ফুটবল দল জয় ছিনিয়ে নিয়েছে। সর্বশেষ ক্যামেরুন ফুটবল দলের সাথে ২০১৮ সালের ব্রাজিল ফুটবল খেলেছিল যেখানে ১-০ গোলে ব্রাজিল জয় লাভ করে।
Contents
ব্রাজিল বনাম ক্যামেরুন
আজকে রাতে ব্রাজিল ফুটবল দল কেমন ফুটবল দলের বিরুদ্ধে দোহার লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হবে। ম্যাচটি সকল দেশের বিভিন্ন টিভি চ্যানেল সহ অসংখ্য অনলাইন পোর্টালে দেখা যাবে। আপনি যদি ব্রাজিল বনাম ক্যামেরুন ফুটবল ম্যাচটি দেখতে চান তাহলে আমাদের পোস্ট থেকে জেনে নিন কিভাবে কোন ধরনের প্যাকেজ ক্রয় করা ছাড়া ফ্রি ব্রাজিল বনাম ক্যামেরুন ফুটবল ম্যাচ দেখতে পারবেন।
ব্রাজিল বনাম ক্যামেরুন লাইভ ম্যাচ
আজকের ব্রাজিল বনাম ক্যামেরুন লাইভ ম্যাচটি ঘরে বসে যে কেউ উপভোগ করতে পারবেন। প্রথম রাউন্ডের শেষ ম্যাচ ব্রাজিল বনাম ক্যামেরুন অনুষ্ঠিত হবে আজ রাত ঠিক একটার সময়। লাইভ ম্যাচ টি দেখার জন্য বাংলাদেশের জিটিভি টি স্পোর্টস সহ আরো কিছু অনলাইন মাধ্যম রয়েছে যারা মাসিক বা দৈনিক প্লান ক্রয় করার মাধ্যমে বিশ্বকাপের প্রতিটি খেলা লাইভ দেখিয়ে থাকে। অন্যদিকে আপনাদের জন্য রয়েছে ফ্রি কিছু সার্ভার যেগুলো ব্যবহার করে আজকের ব্রাজিল বনাম ক্যামেরুন ফুটবল ম্যাচ কোন ধরনের বাফারিং ছাড়া উপভোগ করতে পারবেন।
Brazil 0 – 0 Cameroon
ব্রাজিল বনাম ক্যামেরুন লাইভ স্কোর
ঘরে বসে ব্রাজিল বনাম ক্যামেরুন ফুটবল খেলার ৯০ মিনিটের লাইভ স্কোর জানতে পারবেন এখান থেকে। শুরুতে ৪৫ মিনিট খেলা হওয়ার পর হাফ টাইম ঘোষণা করার আগে রেফারি খেলার সার্বিক অবস্থা বিবেচনা করে পাঁচ থেকে দশ মিনিট সময় বাড়িয়ে দিয়ে থাকে। অন্যদিকে ৯০ মিনিট সম্পূর্ণ হওয়ার পরও খেলার অবস্থা বিবেচনা করে আরো পাঁচ থেকে দশ মিনিট সময় বেশি দেওয়া হয়।
তাই এখানে প্রতি মিনিটের ব্রাজিল বনাম ক্যামেরুন ফুটবল খেলার লাইভ স্কোর আপডেট দেয়া হয়েছে। নিজে জেনে নিন ব্রাজিল কয় গোল করলো ও ক্যামেরুন ফুটবল দল কয় গোল করল। শেয়ার করে অন্যকে জানতে সাহায্য করুন।
ব্রাজিল বনাম ক্যামেরুন লাইভ স্ট্রিমিং
প্রত্যেক দেশের বিভিন্ন টেলিভিশন কাতার বিশ্বকাপের প্রতিটি ম্যাচ লাইভ স্ট্রিম করে থাকে। অন্যদিকে বিভিন্ন প্লাটফর্ম থেকে টাকা দিয়ে বিশ্বকাপের প্রতিটি ম্যাচ লাইভ স্ট্রিম করতে পারবেন। আজকের পোস্টে আপনাদের জন্য উল্লেখ করা হয়েছে কিভাবে অনলাইনের মাধ্যমে ব্রাজিল বনাম ক্যামেরুন ফুটবল ম্যাচটি দেখতে পারবেন তার বিস্তারিত তথ্য। নিচের লিংক ব্যবহার করে ব্রাজিল বনাম ক্যামেরুন ফুটবল ম্যাচটি লাইভ স্ট্রিম করুন।
Brazil VS Cameroon Live Streaming Link
অনলাইনে ব্রাজিল বনাম ক্যামেরুন লাইভ দেখার উপায়
বর্তমানে সবার কাছে রয়েছে স্মার্টফোন অন্যদিকে সবার বাড়িতে টেলিভিশন। বর্তমানে অনলাইনে কাতার বিশ্বকাপের প্রতিটি ম্যাচ দেখা যাচ্ছে। আপনাদের জন্য দুটি বাছাইকৃত জনপ্রিয় সার্ভার আজকের পোস্টে দেয়া হয়েছে। যেখান থেকে আপনাকে একটি লিংক বাছাই করে লিঙ্ক ওপেন করতে হবে। পরবর্তীতে বিভিন্ন দেশের জনপ্রিয় টেলিভিশন তালিকা দেখতে পারবেন। সেখান থেকে লিংক ওপেন করলে কিছুক্ষণের মধ্যে ব্রাজিল বনাম ক্যামেরুন ফুটবল লাইভ ম্যাচ শুরু হয়ে যাবে। তাই এখান থেকে ব্রাজিল বনাম ক্যামেরুন লাইভ ম্যাচটি দেখে নিন।
Brazil Vs Cameroon Live Server Link – 1
Brazil Vs Cameroon Live Server Link – 2
ব্রাজিল দল এর ও ক্যামেরুন পজিশন
অনেকেই আছেন যারা ব্রাজিল ফুটবল দল ও ক্যামেরুন ফুটবল দলের ফিফা রেংকিং জানতে চান। ব্রাজিল ফুটবল দল বর্তমানে ফিফা রেংকিং অনুসারে এক নম্বর পজিশনে রয়েছে। তাদের সর্বমোট পয়েন্ট হচ্ছে ১৮৩৭.৫৬। অন্যদিকে ক্যামেরুন ফুটবল দল ৩৮ নম্বর পজিশনে রয়েছে। ক্যামেরুন ফুটবল দলের সংগ্রহীত পয়েন্ট হচ্ছে ১৪৮৪.৯৫ ও তাদের আগের পয়েন্ট হচ্ছে ১৪৮০.৪৮। বর্তমানে ক্যামেরুন ফুটবল দল তাদের পজিশন থেকে কিছুটা নিচে নেমে গেছে।
আজকের ব্রাজিল দলের খেলোয়াড় তালিকা
ব্রাজিল ফুটবল দল তাদের ২৬ জন প্লেয়ার থেকে বাছাই করে ১১ জন প্লেয়ার নিয়ে ক্যামেরুন ফুটবল দলের বিরুদ্ধে প্লেয়ার তালিকা প্রকাশ করেছে। ইতিমধ্যে ব্রাজিল ফুটবল দলের দুই জনপ্রিয় তারকা ইনজুরিতে রয়েছে। নিচে ব্রাজিল ফুটবল দলের আজকের খেলোয়াড় তালিকা দেয়া হয়েছে।
- 18 G. Jesus
- 26 G. Martinelli
- 21 Rodrygo
- 19 Antony
- 8 Fred
- 15 Fabinho
- 16 A. Telles
- 24 G. Bremer
- 14 É. Militão
- 13 D. Alves
- 23 Ederson
আজকের ক্যামেরুন দলের খেলোয়াড় তালিকা
ক্যামেরুন ফুটবল দল তাদেরকে কাতার বিশ্বকাপে টিকিয়ে রাখার জন্য যথেষ্ট চেষ্টা করছে। কাতার বিশ্বকাপে তারা এসেছিল ২৬ জন প্লেয়ার নিয়ে। তাদের মধ্য থেকে আজকে ব্রাজিল ফুটবল দলের বিরুদ্ধে জয়লাভ করার জন্য ১১ জনের দল প্রকাশ করেছে। নিচে আজকের ক্যামেরুন দলের খেলোয়াড় তালিকা উল্লেখ করা হয়েছে।
- 16 D. Epassy
- 19 C. Fai
- 4 C. Wooh
- 24 E. Ebosse
- 25 N. Tolo
- 8 A. Anguissa
- 15 P. Kunde
- 20 B. Mbeumo
- 13 E. Choupo-Moting
- 6 M. Ngamaleu
- 10 V. Aboubakar
আজকের ব্রাজিল বনাম ক্যামেরুন ফুটবল ম্যাচ ও লাইভ স্কোর সবার সাথে শেয়ার করুন। কাতার বিশ্বকাপের প্রতিটি ম্যাচ ঘরে বসে লাইভ দেখার জন্য আমাদের সাথেই থাকুন।
Read More
আজকের ফুটবল খেলার সময় সূচি 2023 | কাতার ফুটবল বিশ্বকাপ
ব্রাজিল খেলোয়াড়দের নামের তালিকা ২০২৩ | কাতার বিশ্বকাপ 2023