১৬ই ডিসেম্বর বিজয় দিবসের ক্যাপশন

বিজয় দিবসের ১৬ ডিসেম্বর শুভেচ্ছা, স্ট্যাটাস, ক্যাপশন ও উক্তি

দেশের জন্য, মাতৃভাষার জন্য নয় মাসের একটি যুদ্ধ যা বাঙালি জাতির জন্য স্মরণীয় দিন ১৬ই ডিসেম্বর বা বিজয় দিবস। স্বাধীনতা রক্ষার্থে পাকিস্তান পাকবাহিনীদের সাথে প্রাণপণ যুদ্ধ করা শহীদদের জন্য। আজ আমরা বাঙালিরা স্বাধীনতা পেয়েছি। তাদের ভাষা আন্দোলন সহ অন্যান্য পদক্ষেপ ছিল অনেক সাহসিকতা। তারা সাহসের সাথে পদক্ষেপগুলো অতিক্রম করেছে।

তাদের ত্যাগের জন্য আজ আমরা বাংলায় একে অপরের সাথে কথা বলছি, নথবা আমরা পাকিস্তানের নিয়ন্ত্রে থেকে জীবন যাপন করতে হতো। আমরা সম্মান জানাই তাদেরকে যারা বাংলা ভাষার জন্য, দেশের জন্য যুদ্ধ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য রফিক, সালাম, বরকত, সফিউর জব্বাররা। তাদের রক্তে শৃঙ্খলমুক্ত হয়েছিল দুঃখিনী বর্ণমালা, মায়ের ভাষা। মুক্তিযুদ্ধের গৌরবময় পথ বেয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের মধ্য দিয়ে তা চূড়ান্ত পরিণতি লাভ করে।

আমরা তাদের স্মৃতি ধরে রাখার জন্য ১৬ ই ডিসেম্বরের শুভেচ্ছা বার্তা, একে অপরের সাথে শেয়ার করে থাকি এবং সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে থাকি। আপনাদের সুবিধার্থে আমরা এই পোস্টে শুভেচ্ছা বার্তা শেয়ার করার জন্য। শুভেচ্ছা ছবি, শুভেচ্ছা পিক, শুভেচ্ছা স্ট্যাটাস এবং কবিতা তুলে ধরেছি আশা করা যায় আপনাদের কাছে ভালো লাগবে। বিজয় দিবসের শুভেচ্ছা, বার্তা, উক্তি, পিক স্ট্যাটাস

১৬ ডিসেম্বর বিজয় দিবসের শুভেচ্ছা উক্তি

বাংলাদেশ আমার দেশ, বাংলাদেশ স্বাধীন দেশ। স্বাধীন দেশ উপহার দেওয়ার জন্য তাদেরকে সম্মান জানাই। যারা বিজয় লাভের উদ্দেশে রক্ত দিয়েছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের স্মরণে। আমরা অনেকেই ফেসবুক সহ আরো বিভিন্ন প্লাটফর্মে বিজয়ের শুভেচ্ছা উক্তি শেয়ার করে থাকি এবং বন্ধুদের মাঝেও শেয়ার করে থাকি। আপনাদের সুবিধার্থে বিজয় দিবসের শুভেচ্ছা উক্তি নিচে দেয়া হয়েছে।

  • বিজয়ের চেয়ে আনন্দ অন্য কিছুতে নেই। স্বাধীনতার চেয়ে সুখ আর কোথায় হয় না। আর আমরা বিজয় এবং স্বাধীনতা দুটোই পেয়েছি ।
  • আজ বিজয় দিবসে বীর শহীদ মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনা হোক। দোয়া মাহফিল অনুষ্ঠিত হোক। এতেই তাদের পরকালীন শান্তি।
  • বিজয়ের প্রকৃত স্বাদ আমরা পাইনি। মানুষ হত্যার রাজনীতি চাইনি । যা চেয়েছি তার ধারেকাছেও যাইনি ।
  • আমি বাঙালি মুসলমান। বিজয় দিবসে প্রথমে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারপরে সকল অকুতোভয় বীর সেনাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। যাদের ত্যাগেই পেয়েছি এই দেশ ।
  • আসুন আজকের এই বিজয়ের দিনে আত্মার মাগফেরাত কামনা করি । যাদের আত্মত্যাগে আমরা পেয়েছি এই স্বাধীন দেশ ।

১৬ ডিসেম্বর বিজয় দিবসের শুভেচ্ছা

১৬ই ডিসেম্বর বিজয় দিবস বিশেষ দিন হিসেবে রাষ্ট্রীয়ভাবে দেশের সর্বত্র পালন করা হয়। প্রতি বছর ১৬ ডিসেম্বর বাংলাদেশে দিনটি বিশেষভাবে পালিত হয়। তার বিশেষ কারণ আজ আমরা বাংলায় কথা বলছি এবং স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতার জন্য আমরা তাদেরকে সম্মান করি। তাদের সম্মানে আমরা ১৬ ই ডিসেম্বরের শুভেচ্ছা স্ট্যাটাস বার্তা পড়তে এবং শেয়ার করতে পছন্দ করি।

  • আজ ১৬ই ডিসেম্বর । মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে ৩০ লক্ষ শহীদের তাজা প্রাণ এবং দীর্ঘ নয়মাস রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে আমরা পেয়েছি এই দেশ । তাই তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই ।
  • লাল সবুজের ওই যে পতাকা উড়ছে। ওর লাল রং শহীদের রক্ত এবং সবুজ কালার যেন নবীজির রওজা থেকে ধার করা হয়েছে।
  • দেশপ্রেম ঈমানের অঙ্গ। এটা হাদীস নয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি কথা । দেশের প্রতি নবীজির অসাধারণ ভালবাসা ছিল । অতএব আমাদেরও রাখা উচিত ।
  • বিজয় মানে গর্বিত এক জাতি । লাল সবুজের পতাকা । বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটা বাংলাদেশ ।
  • প্রবাসে আমার চলাফেরা ,আমার কথাবার্তা শুনে যখন ঐ দেশের কেউ বলে ওঠে আরে তুমি বাঙ্গালী না ! তখন গর্বে বুকটা ভরে ওঠ। সত্যিই বিজয় দিবসের কোন তুলনা হয় না।

১৬ই ডিসেম্বর বিজয় দিবসের শুভেচ্ছা স্ট্যাটাস

১৬ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আমরা যারা, অনেক আগ্রহ করে বসে আছি এবং একে অপরের সাথে শুভেচ্ছা পিক শেয়ার করতে চাই। তাদের জন্য এখানে বিজয় দিবসের শুভেচ্ছা পিক তুলে ধরা হয়েছে। আশা করা যায় এগুলো আপনাদের কাছে ভালো লাগবে।

  • যুদ্ধ করে দেশ পেয়েছি, সবাই স্বাধীন বেশ। বিজয় দিনে ঘরে ঘরে, নেইকো খুশির শেষ ।
  • দেশকে সবাই ভালোবাসো, নিজের থেকে বেশি। দেশ উন্নয়ন কাজ করে যাও, ছেড়ে রেষারেষি।
  • দেশের জন্য ভাষার জন্য, আমরা করি লড়াই। বিশ্বে আমরা বীরের জাতি, করতে পারি বড়াই ।
  • এই মাটিতে শুয়ে আছে, লক্ষ শহীদ গাজী। নতুন করে তাদের মত, হতে আছি রাজি ।

১৬ ডিসেম্বর বিজয় দিবসের শুভেচ্ছা ছবি

পৃথিবীর বুকে বাংলাদেশ নামে একটি নতুন স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর। এ উপলক্ষে প্রতি বছর বাংলাদেশে দিবসটি যথাযথ ভাবগাম্ভীর্য এবং বিপুল উৎসাহ-উদ্দীপনার সাথে পালিত হয়। কুচকাওয়াজের অংশ হিসেবে সালাম গ্রহণ করেন দেশটির প্রধান রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী। এই কুচকাওয়াজ দেখার জন্য প্রচুরসংখ্যক মানুষ জড়ো হয়। যারা বিজয় দশের শুভেচ্ছা ছবি শেয়ার করতে চায় তারা এখান থেকে সংগ্রহ করে নিন।

16 december bijoy

bijoy dibosh pic

mohan bijoy dibosh chobi

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস

১৬ই ডিসেম্বর পোস্ট

আমরা পোস্ট করতে অনেকে পছন্দ করি। যারা ১৬ ডিসেম্বরের বিজয় দিবস নিয়ে পোস্ট করতে চাই। তারা এখান থেকে সংগ্রহ করে নিন। আশা করা যায় আপনাদের কাছে ভালো লাগবে।

  • লাল সবুজের ওই পতাকায়, আছে যেন শক্তি। দেখলে তাকে ভালো লাগে, প্রকাশ করি ভক্তি ।
  • স্বাধীন দেশে জন্ম হওয়ায়, জীবন পরিপাটি।স্বাধীনভাবে বাস করা যাই, বুক ফুলিয়ে হাঁটি।
  • বছর ঘুরে ফিরে এলো, বিজয় দিবস আজ। লাখ শহীদদের করছি স্মরণ, তারা মাথার তাজ ।
  • আজ বিজয়ের মহান দিনে, সবাই শপথ নিন। থাকবে না কেউ আর অভাবী, বদলে যাবে সিন ।

১৬ই ডিসেম্বর বিজয় দিবসের ক্যাপশন

কবিতা পড়তে অনেকেই পছন্দ করি। যারা বিজয় দিবসের শুভেচ্ছা কবিতা পড়তে চাই বা বন্ধুদের মাঝে শেয়ার করতে চাই। তারা চাইলে এখান থেকে সংগ্রহ করে নিতে পারবে। ১৬ই ডিসেম্বর বিজয় দিবসের শুভেচ্ছা বার্তা নিচে দেওয়া হয়েছে।

  • আজ বিজয়ের মহান দিনে, বন্ধ থাকুক কাজ। আজ আনন্দ করে যাব, দেখবো কুচকাওয়াজ।
  • দেশ ভক্তির কথা তো মুখে মুখে সবাই বলে কিন্তু আসল দেশপ্রেমিক তো সেই যে নিজের কর্মের দ্বারা দেশকে ভক্তি করে ।‌
  • তোমার মাঝে স্বপ্নের শুরু তোমার মাঝেই শেষ, তুমি আমার জন্মভূমি সোনার বাংলাদেশ ।
  • ১৬ই ডিসেম্বর তুমি বাঙ্গালীদের অহংকার । তুমি কোটি জনতার বিজয় নিশান । তুমি স্বাধীন বাংলার স্বাক্ষর ।
  • ১৬ ডিসেম্বর তুমি মহা বিজয়ের মহা উল্লাস । নীরবে তুমি সন্তানহারা মায়ের কান্না । গোপনে তুমি স্বামীহারা স্ত্রীর দীর্ঘ শ্বাস । তুমি ভাই হারানো বোনের নিঃশ্বাস ।
  • গান বাজনার মাধ্যমে শহীদদের স্মরণ ভুল
  • কি ফায়দা হবে কবরের উপর দিয়ে ফুল?, তাদের আত্মার মাগফেরাত কামনা করুন ।‌
  • বিজয় তুমি কোটি মানুষের, চলার পথের উৎস প্রেরণার।  তুমি সারা বিশ্বে ছড়িয়ে থাকা, সকল বাঙ্গালীদের অহংকার ।

আশা করা যায় এই পোস্ট আপনাদের কাছে ভালো লেগেছে। যদি এই পোস্ট আপনাদের কাছে ভালো লেগে থাকে। তাহলে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। তারা এই পোস্টে থাকা স্ট্যাটাসগুলো সংগ্রহ করে অন্যদের মাঝে শেয়ার করতে পারবে।

আরও দেখুনঃ 

বিজয় দিবসের ছবি, পিকচার, ফটো ও শুভেচ্ছা ছবি 2022

বিজয় দিবসের শুভেচ্ছা ২০২৩, স্ট্যাটাস, বাণী ও উক্তি

বিজয় দিবসের কবিতা আবৃত্তি ও কবিতা ২০২৩

১৬ ডিসেম্বর বিজয় দিবসের শুভেচ্ছা, কবিতা, উক্তি, ছবি ২০২৩

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *