বাবা নিয়ে কবিতা ও কষ্টের কবিতা

বাবা নিয়ে কবিতা ও কষ্টের কবিতা

আজকে আমরা কথা বলবো বাবা নিয়ে কবিতা নিয়ে। বাবাকে আমরা সবাই ভালবাসি। বাবা মানেই সবথেকে প্রিয়জন। অনেকেই আছেন যারা বাবা নিয়ে কবিতা পাওয়ার জন্য ইন্টারনেটে অনুসন্ধান করে থাকেন।

তাদের জন্য আজকের পোস্টে বাবা নিয়ে সেরা কিছু কবিতা দেওয়া হয়েছে। সবার আগে বাবা নিয়ে কবিতা সংগ্রহ করার জন্য আজকের পোষ্টটি মনোযোগ সহকারে পড়ুন। আশা করি আপনাদের সবার ভাল লাগবে।

বাবা নিয়ে কবিতা

আপনারা অনেকেই কবিতা পড়তে খুব ভালবাসেন। আবার অনেকেই বাবা নিয়ে কবিতা ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার জন্য ইন্টারনেটে অনুসন্ধান করে থাকে। তাই এখানে কবিতা প্রেমিদের জন্য জন প্রিয় কিছু বাবা নিয়ে কবিতা দেওয়া হয়েছে। আশা করি সবার খুব ভাল লাগবে ।

আমার প্রিয় বাবা

_মাহ্ফুজা নাহার তুলি

আমার বাবা আমার কাছে খুবই প্রিয়জন
হৃদয় মাঝে বাবা হলো বড় আপনজন ।
বাবা মানে মাথার ওপর শীতল কমল ছায়া,
বুকের মাঝে লুকিয়ে রাখে আদর আর মায়া ।

বাবা আমায় দেখাত যে সত্য পথের আলো
বাবা আমায় বুঝিয়ে দিতো মন্দ আর ভালো ।
দেখলে বিপদ ঝাপিয়ে পরে আমার প্রিয় বাবা
আসুক যত ঝড় বাদল কিংবা কালো থাবা ।

আজ তুমি নেই তবু আছো এই না গহীন মনে
তোমার কথা মনে করে অশ্রু চোখের কোনে ।
খুব সকালে ঘুম ভাঙ্গাতে আদর করে মাথায়
সেগুলো তো সৃতি শুধু এখন মনের পাতায় ।
আজও আমার মনে পরে হাতটি তোমার ধরে
ঘর ছেড়ে বেরিয়ে যেতাম কত শত ভোরে ।

তোমার শাসন তোমার বারণ তোমার ভালবাসা
পাইনা খুঁজে হাতরে বেড়ায় মনে হতাশা ।
শুনি না তো বাবা তোমার সেই না দরাজ গলা
দেখি না তো বাবা তোমার সেই না ছুটে চলা ।
এখন আমি খুজি তোমায় ওই আকাশের তারায়
দিন হলে ভাঙ্গি আবার রাত্রি হলে গড়াই ।

আজ অবেলায় ছুটে আসি মন নদীটির কূলে
অশ্রু চোখে তোমার ছবি ওঠে শুধু দুলে ।
হইনি বলা যে কথাটি আজ শুনে নাও বাবা
ভালবাসি তোমায় আমি,আমার প্রিয় বাবা ।

বাবা নিয়ে কবিতা

বাবা তুমি
– সুকান্ত দাস
আজও সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে
তাই আজও বাবার সাথে দেখা হয়নি
কতকাল দেখা হয়না
আমাদের চোখে চোখে কথা নেই কয়েক শতাব্দী
যখন মাঝরাতে ঘুম ভেঙ্গে উঠে বাবাকে দেখতে যায়
দেখতে পাই একজোড়া জীর্ণ ছেঁড়া সেলাইকরা চটি
ছেঁড়া কাপড়ের তৈরি বালিশে মাথা রেখে শুয়ে থাকা বাবার ঘুমন্ত মুখটা দেখলে
মনে হয় দুঃখ যেন দুঃখের সন্ন্যাসিনী

বাবার বুকের ব্যথাটা খুব বেড়েছে
হাঁপানির টান আছে, শ্বাসকষ্ট হয়
শহরের কোনো নাম করা ডাক্তারকে দেখাতে পারলে হত
কিন্তু কত খরচা পড়বে কে জানে !
আমার শরীর খারাপ হলে বাবাকে দেখেছি দিশাহীন জলে উপচে পড়ে দুচোখ
আমাকে ভুল বুঝোনা বাবা,
আমার তো তোমার মতো বুকে আগুন নেই
অকুলানের সংসারে কুলিয়ে দেবার দাম্ভিকতা নেই

বাবা নিয়ে কষ্টের কবিতা

যার বাবা নেই সেই একমাত্র বুজতে পারে বাবা না থাকার কষ্ট। তাই যারা বাবা নিয়ে কষ্টের কবিতা পেতে চান। আমরা আপনাদের কথা চিন্তা করে আজকের পোস্টে বাবা নিয়ে কষ্টের কবিতা তুলে ধরেছি। আশা করি  আপনাদের ভাল লাগবে।

অদেখা বাবা

আমি যখন এসেছি ধরণীতে
তুমি চলে গেলে অজানাতে।
তোমার আমার পথ হল ভিন্ন
কেন হলে মোর থেকে ছিন্ন ?
আমার জন্ম পথে
তোমার অভাব এল কষ্ট
হয়ে, মোর জীবনের সাথে।

শৈশব থেকে কৈশোর
তৃষ্ণায় ছিলাম, শুনতে
বাবার অকৃত্রিম সুর।
চিত্ত থেকে হয়েও সিন্ধু
বাবার অভাব রইল
মোর জীবনে শুধু।

কেটে গিয়ে অনেক সময়
এসেছে আজ যৌবন,
তবুও তোমার দ্রূতিময়
মুখখানা দেখি নাই
অভাগার এই জীবন।

কেটে যায় দিন
কেটে যায় রাত
দেখা হয়না বাবার সাথে,
তবুও মনে জাগে
বাবাকে দেখার বড় স্বাদ।

বাবা নিয়ে কষ্টের কবিতা

বাবা

তুমি চলে গেলে তাই
তোমার শূন্য আসনে
দিন কাটে আমার একলায়।
তোমার আসনে কেহ
আমাকে করে না স্নেহ,
তুমি ছাড়া জগতে কষ্ট
জীবনটা আমার ভ্রষ্ট।
তুমি ছাড়া আমি একলায়
তোমার জন্য কাঁধে
মন নির্জন নিরালায়।
এই জগত সংসারে
আমায় একা পেলে
কেন তুমি দুরে ?
থাকতে যদি মোর পাশে
তোমার কোল জুড়ে
থাকতাম আমি
তোমার পবিত্র বুকে।

fathers day with girl

বাবাকে নিয়ে অসাধারন একটি কবিতা

আপনারা যারা বাবাকে নিয়ে অসাধারন একটি কবিতা পেতে চান। তাদের জন্য এখানে বাবাকে নিয়ে অসাধারন একটি কবিতা দেওয়া হয়েছে ।এখান থেকে সংগ্রহ করে নিন বাবাকে নিয়ে অসাধারন একটি কবিতা।

বাবা
– জাহিদুল ইসলাম

মনে পরে শীতের সকাল
তোমার কোলে লুকিয়ে থাকা,
মনে পরে সেই বিকেল
তোমার আঙুল ধরে হাটতে যাওয়া।
ইচ্ছে করে তোমার আদরে
ঘুমোবো আর একটিবার,
ইচ্ছে করে তোমার রক্তচক্ষু
আবার কাঁদাবে আমায়।

তোমার রক্তে আমার জন্ম,
তোমার শাসনে বেড়ে উঠা।
তোমার ঘামে দেখেছি জীবনের প্রতিচ্ছবি
চোখে দেখেছি বিজয়ের স্বপ্ন।
শীতের রাতে তোমার বুকে উষ্ণতা খুজি,
গ্রীষ্মের দুপুরে তোমার ছায়া’য় পাই শীতলতা।
আমি নত মস্তকে, তোমার চরণধূলি মেখে
হেটে যাই জীবনের পথে।

তুমি নাবিক মোর জীবন তরীর
তুমি বন্ধু শত আঘাতে,
তুমি সাহস তুমি প্রেরনা আমার অহঙ্কার
তুমি ঘুম ভাঙ্গানো পাখি আমার
প্রভাতে।
তুমি শ্রদ্ধা তুমি ভালবাসা
তুমি জীবন যুদ্ধে অঙ্গিকার,
তুমি সাহস তুমি শক্তি
তুমি রাহাবার পথ চলার।

আমার প্রতিটা কোষে আঁকা
তোমার অস্তিত্বের পদচিহ্ন।
ভালবাসি শুধু ভালবাসি
বাবা তোমাকে বড় ভালবাসি,
বহুদূরে থেকেও
বাবা তোমাতে ফিরে আসি।
তোমাকে বাবা তোমাকেই ভালবাসি
বাবা তোমাকে..…..…..…..…।

fathers day

প্রিয় বাবা নিয়ে কবিতা

বাবা সবার কাছেই অনেক প্রিয়। তাই প্রায় সবাই প্রিয় বাবাকে নিয়ে কবিতা পড়তে ভালবাসে। আমরা এখানে  প্রিয় বাবা নিয়ে কবিতা দিয়েছি। তাই এখান থেকে সবার আগে সংগ্রহ করে নিন প্রিয় বাবা নিয়ে কবিতা

আমার বাবা

আমার হাতের আঙুল;
u turn নিয়ে ফিরে যেত চাই,
আমার শৈশবে।যখন আমার শিশু আঙুল
বাবার শক্ত আঙুল আঁকড়ে ধরে
পথ হাঁটত অবাক পৃথিবীর পথে।বাবা, আজ আমি প্রমত্ত পুরুষ
পিছনে ফেলে এসেছি আমার শৈশব
অবাক পৃথিবী আজ আর অবাক নয় আমার কাছে।তোমার দেখান পৃথিবী
পালটে গিয়ে আজ এক অন্য পৃথিবী।
পালটে যাওয়া এ পৃথিবীতে,
অসহায় আমি।
প্রচণ্ড অভাববোধে ভুগি, তোমার শক্ত আঙুলের।ইচ্ছে হয় দৌড়ে ফিরে যায় সেই শৈশবে
তোমার আঙুল ধরে মুখ তুলে বলি;
বাবা,ও বাবা।

baba dibosh status

প্রিয় বাবা

আদর-সোহাগ আর ভালোবাসার পরশে
জড়িয়ে রেখেছো তুমি স্নেহের বাধনে,
এলেম শিক্ষা, ধর্মভীরুতা সততায়
গুরুজনদের সম্মান করা, সামাজিকতা শিক্ষা দাও।
নিয়ম-নীতি মেনে চরিত্র গঠনের পথ দেখাও
লেখাপড়া, খেলাধুলায় উৎসাহ যোগাও,
বন্ধু বেশে সাহায্যের হাত বাড়াও
জীবনকে ভালোবাসার বাহুডোরে সাজাও।
তোমার আদর্শ ব্যক্তিত্বে খুঁজে পাই
জীবনে বাঁচার স্বাদ, চলার পথ,
বাবা তুমি মিশে আছো
সব সন্তানের হৃদয়েরও গভীর হতে গভীরে,
জীবনে নির্ভরতায় তোমার ছায়াতলে থাকি
শরীরে আঘাত পেলে বাবা বলে ডাকি।

বাবা দিবস

বাবা মনে পড়ে তোমাকে

বাবা মনে পড়ে তোমাকে
যখন দেখি কোন বাব তার ছেলেকে
বুক জড়িয়ে আদর করে ।
বাবা খুব বেশি মনে পড়ে তোমাকে
দু:খ , সুখ আর অসহায়ত্বরে সময়ে
তখন কাঁদি একা নীরবে ।
বাবা তোমার মত বন্ধু এখন পাইনা খুঁজে
আনন্দ কি্বা বিপদে ,
কউে দেয়না কোন উপদশে তোমার মত করে
বলনো , ভয় নইে আছি পাশে,এগিয়ে চল সম্মুখে ।
কউে করনও আদর , দেয়না মাথায় হাত বুলিয়ে ।

শেষ কথা

আমি চেষ্টা করেছি আজকের পোস্ট এর সাহায্যে সবাইকে বাবা নিয়ে কবিতা পেতে সাহায্য করতে। আজকের পোষ্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। এবং আরো নতুন নতুন বিভিন্ন বিষয় নিয়ে উক্তি বাণী ও ফেসবুক স্ট্যাটাস পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন। এতক্ষন কষ্ট করে পোষ্টটি পড়ার জন্য ধন্যবাদ।

আরও দেখুন

প্রবাসী বাবাকে নিয়ে স্ট্যাটাস, উক্তি ও ক্যাপশন

১০০+ বাবা নিয়ে উক্তি ও বাণী

বাবা নিয়ে ফেসবুক স্ট্যাটাস ও ক্যাপশন

বাবা দিবসের স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, কিছু কথা ও শুভেচ্ছা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top