বিশ্বের বেশিরভাগ দেশে আর্জেন্টিনা ফুটবল দল অনেক জনপ্রিয়। আর্জেন্টিনা ফুটবল দল সর্বশেষ ১৯৮৬ সালে ফুটবল বিশ্বকাপ জয় করেছিল। তারা
এ পর্যন্ত দুইবার ফিফা ওয়ার্ল্ড কাপ জিতেছে একটি ১৯৭৮ ও ১৯৮৬। অন্যদিকে আর্জেন্টিনা ফুটবল টিম তিনবার রানার্সআপ হয়েছে। শালগুলো হচ্ছে ১৯৩০ ও ১৯৯০ এবং ২০১৪ সাল। আর্জেন্টিনা ফুটবল দলের অন্যতম প্লেয়ার হচ্ছে লিওনেল মেসি।
তিনি সবচাইতে বেশি কাপ জয়ী ও টপ স্কোরার। সর্বপ্রথম ইন্টারন্যাশনাল ম্যাচ হিসেবে 1902 সালে উরুগুয়ের বিপক্ষে ছয় গোলে আর্জেন্টিনা জয়লাভ করে। আর্জেন্টিনার সবচাইতে বড় জয় ছিল ইকুয়েডরের বিরুদ্ধে ১২ গোলে জয়ী হয়েছিল ১৯৪২ সালে। বল বিয়া স্পেন সহ কয়েকটি দলের সাথে সবচাইতে বড় হার হয়েছিল 6-0 গোলে আর্জেন্টিনার।
তাই যারা বিভিন্ন দেশ থেকে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের ভক্ত রয়েছেন। তাদের জন্য আজকের এই পোস্টে উল্লেখ করা হয়েছে কাতার ফুটবল বিশ্বকাপ আর্জেন্টিনা দলের খেলোয়াড় তালিকা। এখানে আরো উল্লেখ করা হয়েছে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার নতুন খেলোয়াড় হিসেবে নিয়োগপ্রাপ্তদের নাম। তাই আপনার প্রিয় ও ফেভারিট আর্জেন্টিনার খেলোয়াড়দের নামের তালিকা দেখে নিন।
Contents
আর্জেন্টিনার খেলোয়াড়দের নামের তালিকা 2023
প্রত্যেক বিশ্বকাপ ও সময়ের সাথে প্রত্যেক দেশের জাতীয় ফুটবল দল খেলোয়াড় তালিকা পরিবর্তন হয়ে থাকে। কাতার বিশ্বকাপ কে সামনে রেখে আর্জেন্টিনার জাতীয় ফুটবল দল তাদের খেলোয়াড়দের নামের তালিকা প্রকাশ করেছে। আর্জেন্টিনার সহ আরো ৩২ টি দেশের জাতীয় দলের ফুটবল খেলোয়াড়ের নাম প্রকাশ করা হয়েছে। এখানে আসন্ন অনুষ্ঠিত কাতার বিশ্বকাপ উপলক্ষে আর্জেন্টিনার খেলোয়াড়দের নামের তালিকা সম্পূর্ণ প্রকাশ করা হয়েছে।
এখানে দেখুনঃ কাতার বিশ্বকাপ আজকের খেলার সময়সূচি
আর্জেন্টিনা খেলোয়াড় তালিকা
অনেকে আছেন যারা কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা জাতীয় দলে নতুন খেলোয়াড় হিসেবে কারা যুক্ত হয়েছে তাদের নাম জানতে চান। আপনাদের জন্য এখানে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল খেলোয়াড় তালিকা তুলে ধরা হয়েছে। নতুন মুখ ও পুরনো মুখ মিলে ২০২৩ সালের কাতার বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাচ্ছে আর্জেন্টিনা দল। মেসি তার একটি ইন্টারভিউতে বার্তা দিয়েছেন ২০২৩ সালের কাতার বিশ্বকাপ তার শেষ বিশ্বকাপ হবে।
কাতার বিশ্বকাপ কোন কোন দল খেলবে – জেনে নিন এখনি
আর্জেন্টিনা খেলোয়াড় তালিকা 2023
২৬ জনের আর্জেন্টিনা স্কোয়াড তালিকা প্রকাশ করেছে আর্জেন্টিনার জাতীয় দল কর্তৃপক্ষ। এবারের কাতার বিশ্বকাপে এই ২৬ জনকে নিয়ে আর্জেন্টিনা দল গ্রুপ পর্বে সকল দলের সাথে খেলবে। সবার জানার সুবিধার্থে নিচে উল্লেখ করা হয়েছে আর্জেন্টিনা দলের স্কোয়াড লিস্ট ২০২৩।
Argentina Players Name List 2023
আর্জেন্টিনা তাদের গোলকিপার মিডফিল্ডার স্ট্রাইকার সহ সকল পজিশনের জন্য সর্বমোট 26 জনকে নিয়ে দল প্রকাশ করেছে। এখানে ২৬ জন খেলোয়াড়ের নাম তালিকা আকারে প্রকাশ করা হয়েছে।
Position | No. | Player | Club | Age | Caps |
---|---|---|---|---|---|
GK | 1 | Franco Armani | River Plate (ARG) | 36 | 18 |
GK | 23 | Emiliano Martinez | Aston Villa (ENG) | 30 | 19 |
GK | 12 | Geronimo Rulli | Villarreal (ESP) | 30 | 4 |
DEF | 2 | Juan Foyth | Villarreal (ESP) | 24 | 16 |
DEF | 25 | Lisandro Martinez | Man United (ENG) | 24 | 10 |
DEF | 26 | Nahuel Molina | Atletico Madrid (ESP) | 24 | 19 |
DEF | 4 | Gonzalo Montiel | Sevilla (ESP) | 25 | 19 |
DEF | 19 | Nicolas Otamendi | Benfica (POR) | 34 | 93 |
DEF | 6 | German Pezzella | Real Betis (ESP) | 31 | 32 |
DEF | 13 | Cristian Romero | Tottenham (ENG) | 24 | 12 |
DEF | 3 | Nicolas Tagliafico | Lyon (FRA) | 30 | 42 |
MID | 8 | Marcos Acuna | Sevilla (ESP) | 30 | 43 |
MID | 7 | Rodrigo De Paul | Atletico Madrid (ESP) | 28 | 44 |
MID | 24 | Enzo Fernandez | Benfica (POR) | 21 | 3 |
MID | 17 | Alejandro ‘Papu’ Gomez | Sevilla (ESP) | 34 | 15 |
MID | 20 | Alexis Mac Allister | Brighton (ENG) | 23 | 8 |
MID | 14 | Exequiel Palacios | Bayer Leverkusen (GER) | 24 | 20 |
MID | 5 | Leandro Paredes | Juventus (ITA) | 28 | 46 |
MID | 18 | Guido Rodriguez | Real Betis (ESP) | 28 | 26 |
FWD | 9 | Julian Alvarez | Man City (ENG) | 22 | 12 |
FWD | 16 | Thiago Almada | Atlanta United (USA) | 21 | 1 |
FWD | 11 | Angel Di Maria | Juventus (ITA) | 34 | 124 |
FWD | 21 | Paulo Dybala | AS Roma (ITA) | 28 | 34 |
FWD | 15 | Angel Correa | Atletico Madrid | 27 | 22 |
FWD | 22 | Lautaro Martinez | Inter Milan (ITA) | 25 | 40 |
FWD | 10 | Lionel Messi | PSG (FRA) | 35 | 165 |
আর্জেন্টিনা দলের কাতার বিশ্বকাপে প্রতিদিনের খেলার আপডেট জানতে এখানে ভিজিট করুন। আর্জেন্টিনা দলের কাতার বিশ্বকাপে কবে কবে খেলা আছে তা জানার জন্য আর্জেন্টিনা ফুটবল দল খেলার সময়সূচী এখানে প্রবেশ করুন। আর্জেন্টিনা ফুটবল দলের যেকোনো সর্বশেষ তথ্য জানার জন্য আমাদের সাথেই থাকুন।