অবশেষে আজ শুরু হতে যাচ্ছে সি গ্রুপের অন্যতম একটি লাইভ ম্যাচ আর্জেন্টিনা বনাম পোল্যান্ড। আর্জেন্টিনা বনাম পোল্যান্ড হেড টু হেড রেকর্ড অনেকটা শক্তিশালী। ১৯৭৪ সালের বিশ্বকাপে পোল্যান্ডের কাছে ৩ দুই গোলে হেরেছিল আর্জেন্টিনার দল। কিন্তু পরের বিশ্বকাপে নিজেদের ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপে গ্রুপ পর্বের দ্বিতীয় রাউন্ডে পোল্যান্ডের বিরুদ্ধে আর্জেন্টিনা জয়লাভ করে 2-0 গোলে। তৃতীয়বারের মতো মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও পল্যান্ড ফুটবল দল। ডিসেম্বর ১ তারিখ ঠিক রাত 1 টায় দোহায় অনুষ্ঠিত হতে যাচ্ছে পোল্যান্ড বনাম আর্জেন্টিনা ফুটবল ম্যাচ।
ইতিমধ্যে দুই দলই ভালো খেলার মাধ্যমে পয়েন্ট টেবিলের এক ও দুই নাম্বার পজিশনে রয়েছে। আজকের ম্যাচ ২ তাদের জন্য ভাগ্য নির্ধারণী ম্যাচ হবে। অন্যদিকে রাত একটাই মুখোমুখি হতে যাচ্ছে সৌদি আরব বনাম মেক্সিকো। তাদের মধ্যে যদি সৌদি আরব জিতে যায় তাহলে আর্জেন্টিনা ও পোল্যান্ডের জন্য নতুন এক সমীকরণ যুক্ত হবে।
আর্জেন্টিনা ৩ পয়েন্ট নিয়ে দুই নাম্বার পজিশনে রয়েছে অন্যদিকে পয়েন্ট চার পয়েন্ট নিয়ে এক নম্বর পজিশনে রয়েছে। তাই আজকের এই ম্যাচ সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ। বাংলাদেশসহ বিভিন্ন দেশে আর্জেন্টিনা ফুটবল টিমের অসংখ্য দর্শক রয়েছে যারা রাত জেগে আর্জেন্টিনা ফুটবল দলের খেলা দেখে।
Contents
আর্জেন্টিনা বনাম পোল্যান্ড
দোহা স্টেডিয়ামে আজরা ঠিক একটাই অনুষ্ঠিত হবে পলান্ড বনাম আর্জেন্টিনা ফুটবল লাইভ ম্যাচ। আপনি যদি লাইভ খেলাটি দেখতে চান তাহলে আজকের পোস্ট থেকে দেখে নিন কিভাবে আপনি আর্জেন্টিনা বনাম পোল্যান্ড ফুটবল লাইভ ম্যাচটি দেখতে পারবেন। বিশ্বকাপের প্রতিটি ম্যাচ লাইভ দেখতে আমাদের সাথেই থাকুন।
আর্জেন্টিনা বনাম পোল্যান্ড লাইভ ম্যাচ
আর্জেন্টিনা ফুটবল দল সৌদি আরবের কাছে প্রথম ম্যাচ হেরে খারাপ শুরু করেছিল কাতার ফুটবল বিশ্বকাপ। কিন্তু পরবর্তীতে মেক্সিকোর সাথে জয় নিয়ে ভালো পজিশনে রয়েছে বর্তমানে। সৌদি আরব ফুটবল দল পোল্যান্ড এর কাছে হেরে তারা বর্তমানে তিন নাম্বার পজিশনে রয়েছে। আজকে অনুষ্ঠিত আর্জেন্টিনা বনাম পল্যান্ড হাই ভোল্টেজ ফুটবল ম্যাচ লাইভ দেখতে পারবেন আমাদের এই পোস্টে। আপনি যদি লাইভ ম্যাচটি দেখতে চান তাহলে নিচে থেকে দেখুন কিভাবে প্রতিদিনের ফুটবল খেলা লাইভ দেখতে পারবেন তার বিস্তারিত তথ্য।
আর্জেন্টিনা বনাম পোল্যান্ড ফুটবল লাইভ স্কোর
৯০ মিনিটের খেলার সম্পূর্ণ লাইভ স্কোর দেখতে পারবেন আমাদের এখানে। শুরুতে ৪৫ মিনিট খেলা হওয়ার পর খেলার সার্বিক অবস্থা বিবেচনা করে রেফারি পাঁচ থেকে দশ মিনিট সময় বেশি দিয়ে থাকে। অন্যদিকে ৯০ মিনিট শেষ হওয়ার পর রেফারি বিভিন্ন বিষয়ে চিন্তা করে পাঁচ থেকে দশ মিনিট সময় বেশি দিয়ে থাকে। আর্জেন্টিনা বনাম পোল্যান্ড ম্যাচটির সম্পূর্ণ লাইভ স্কোর নিচে দেখুন।
Argentina 2 – 0 Poland
Argentina VS Poland Live Football Match
আজকের আর্জেন্টিনা বনাম পোল্যান্ড ম্যাচের পরিসংখ্যান হচ্ছে পোল্যান্ড ১২% ভোট পড়েছে জেতার পক্ষে। অন্যদিকে আর্জেন্টিনা জিততে পারে সে পক্ষে ভোট পড়েছে ৬৫%। ২২ পার্সেন্ট ভোট পড়েছে ড্র হওয়ার পক্ষে। তাই আজকে আর্জেন্টিনা বনাম পোলার ম্যাচটি লাইভ দেখুন।
অনলাইনে আর্জেন্টিনা বনাম পোল্যান্ড লাইভ দেখার উপায়
বাংলাদেশ জিটিভি টি স্পোর্টস ও বিভিন্ন অনলাইন পোর্টাল প্যাকেজ ক্রয় করার মাধ্যমে ফুটবল বিশ্বকাপ দেখার পদ্ধতি চালু করেছে। অন্যদিকে একইভাবে বিভিন্ন দেশ বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে ফুটবল খেলা লাইভ প্রচারণা করে থাকে। কিন্তু অনেকেই আছে যারা ফুটবল লাইভ ম্যাচটি ফ্রিতে নিজের মোবাইল ফোন দিয়ে দেখতে চায়। তাদের জন্য নিচে দুইটি সার্ভার দেওয়া হয়েছে যে সার্ভার ব্যবহার করে আপনি আজকের আর্জেন্টিনা বনাম পোল্যান্ড লাইভ ম্যাচ দেখতে পারবেন।
আর্জেন্টিনা বনাম পোল্যান্ড খেলা লাইভ স্ট্রিম
কোন ধরনের বাফারিং সমস্যা ছাড়া আর্জেন্টিনা বনাম পোল্যান্ড ফুটবল ম্যাচটি লাইভ স্ট্রিমিং করুন নিচের অপশন থেকে।
Argentina Vs Poland Match Watch Live
আর্জেন্টিনা দলের আজকের খেলোয়াড় তালিকা
কাতার ফুটবল বিশ্বকাপ খেলার জন্য আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল ২৬ জনের খেলোয়ার তালিকায় প্রকাশ করেছিল। যেখান থেকে ইতিমধ্যে দুইটি ম্যাচ ১১ জন করে খেলোয়াড় তালিকা প্রকাশ করে খেলায় অংশগ্রহণ করেছিল। আজকে পোল্যান্ডের বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা ফুটবল দল। নিচে আজকের আর্জেন্টিনা দলের খেলার তালিকা উল্লেখ করা হয়েছে।
- 9 J. Álvarez
- 20 A. Mac Allister
- 10 L. Messi
- 11 A. Di María
- 24 E. Fernández
- 7 R. De Paul
- 8 M. Acuña
- 19 N. Otamendi
- 13 C. Romero
- 26 N. Molina
- 23 D. Martínez
আজকের পোল্যান্ড দলের খেলোয়াড় তালিকা
আর্জেন্টিনার বিপক্ষে জয়লাভ করার জন্য পোল্যান্ড ফুটবল দল তাদের ১১ জনকে নিয়ে খেলার তালিকা প্রকাশ করেছে। নিচে তাদের নামের তালিকা উল্লেখ করা হয়েছে।
- 1 W. Szczęsny
- 2 M. Cash
- 15 K. Glik
- 14 J. Kiwior
- 18 B. Bereszyński
- 20 P. Zieliński
- 6 K. Bielik
- 10 G. Krychowiak
- 24 P. Frankowski
- 16 K. Świderski
- 9 R. Lewandowski
আজকের পৌষ সবার সাথে শেয়ার করুন যাতে সবাই আর্জেন্টিনা বনাম পোল্যান্ড ফুটবল ম্যাচটি ঘরে বসে দেখতে পারে। বিশ্বকাপের প্রতিটি ম্যাচ লাইভ দেখতে আমাদের সাথেই থাকুন।