আজকে কি শবে বরাত

আজকে কি শবে বরাত – শবে বরাত কত তারিখ ২০২৩

প্রতিবছর হিজরী ক্যালেন্ডার এর শাবান মাসের ১৫ তারিখ শবে বরাত পালিত হয়। এই বছর শবে বরাত অনুষ্ঠিত হবে ০৭ মার্চ রোজ মঙ্গলবার। বাংলাদেশ চাঁদ দেখা কমিটি অবশেষে ঘোষণা করেছে এ বছরের শবে বরাত অনুষ্ঠিত হবে ০৭ মার্চ দিবাগত রাতে।

তাই যারা শবে বরাত উপলক্ষে ইবাদত-বন্দেগী করবেন ভেবে রেখেছেন। তারা ০৭ মার্চ এর জন্য প্রস্তুতি গ্রহণ করুন। অন্যদিকে শবে বরাতের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে হাজার ০৮ মার্চ কে। অর্থাৎ ০৮ মার্চ রোজ বুধবার সারাদেশে শবে বরাতের সরকারি ছুটি থাকবে।

আজকে কি শবে বরাত

যারা এখনো জানেন না আজকে কি শবে বরাত কি না। তাদেরকে জানাতে চাই ২০২৩ সালের শবেবরাত অনুষ্ঠিত হবে ০৭ই মার্চ রোজ মঙ্গলবার। তাই অন্য কারো কথায় কান না দিয়ে মনে রাখুন এই তারিখটি।

আরও জানুনঃ 

শবে বরাতের নামাজের নিয়ম ও দোয়া 

শবে বরাতের নামাজ কয় রাকাত 

২০২৩ সালের শবে বরাত কি বারে হবে?

শবে বরাতের ফজিলত ও গুরুত্ব [ ৫ বিশেষ আমল জানুন ]

শবে বরাতের রোজা কয়টি

শবে বরাত কত তারিখ

শবে বরাত কত তারিখ ২০২৩

২০২৩ সালের শবে বরাতের তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ চাঁদ দেখা কমিটি। কারণ শবে বরাত নির্ভর করে চাঁদ দেখার উপর। ০৭ মার্চ কে এবছরের শবে বরাত হিসেবে ঘোষণা করা হয়েছে। তাই সবার সাথে শেয়ার করে জানিয়ে দিন এ বছরের শবে বরাত কবে অনুষ্ঠিত হবে।

Read More

শবে বরাতের ফজিলত ও গুরুত্ব [ ৫ বিশেষ আমল জানুন ]

শবে বরাত কবে ২০২৩ বাংলাদেশে, দেখুন ২০২৩ সালের শবে কদর কবে, শবে মেরাজ কবে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *