airtel postpaid to prepaid

এয়ারটেল পোস্টপেইড থেকে প্রিপেইড করার নিয়ম

আপনারা যারা এয়ারটেল পোষ্টপেইড থেকে প্রিপেইড করার নিয়ম জানতে চান। তাদের জন্য আজকের এই পোস্ট টা তুলে ধরা হয়েছে। এয়ারটেল পোস্টপেইড থেকে প্রিপেইড করার নিয়ম।বর্তমানে বাংলাদেশে এয়ারটেল সিম একটি জনপ্রিয় সিম।

তাই যারা পোস্টপেইড প্যাকেজ ব্যবহার করে থাকে। অনেকেই আছেন যারা প্রিপেইড প্যাকেজ এ ট্রানস্ফার হতে চাচ্ছেন। তাদের জন্য অবশ্যই এয়ারটেল পস্টপাইড থেকে কিভাবে প্রিপেইড করতে হয়। সেটা জানা অনেক গুরুত্বপূর্ণ।

বর্তমানে এয়ারটেল পোস্টপেইড প্যাকেজ রয়েছে আকর্ষণীয় সব অফার। তাই আপনারা যারা সম্প্রতি প্রকাশিত এয়ারটেল পোস্টপেইড অফার সমূহ দেখেননি। তাদের জন্য এখানে আমরা সেই অফার সমূহ আলোচনা করেছি।

এয়ারটেল পোস্টপেইড অফার

যাদের পোষ্টপেইড সিম রয়েছে তারা সর্বনিম্ন কলরেট আর আকর্ষণীয় ইন্টারনেট অফার পাবেন।আপনাদের সুবিধার্থে এখানে আমরা কলরেট এসএমএস প্যাকেজ এবং ইন্টারনেট প্যাকেজ এর সকল তথ্য দিয়েছি। আশা করি আপনাদের এয়ারটেল পোস্টপেইড প্যাকেজ সম্পর্কে ভালো একটা ধারণা আসবে। আরও দেখুন এয়ারটেল প্রিপেইড প্যাকেজ।

সর্বনিম্ন কলরেট আর আকর্ষণীয় ইন্টারনেট অফার নিয়ে এসেছে এয়ারটেল পোস্টপেইড প্যাকেজ!

ট্যারিফ

কলরেট ৫০ পয়সা/মিনিট
SMS ৩০ পয়সা/SMS
পাল্‌স ১ সেকেন্ড

বান্ডেল অফার: এছাড়াও রয়েছে দুর্দান্ত সব বান্ডেল অফার।

বান্ডেল মূল্য (টাকা) মিনিট ইন্টারনেট SMS মেয়াদ (দিন) USSD কোড
২৮ ৪৫ *১২১*২৮#
৪৬ ৭০ *১২১*৪৬#
৯৩ ১৫০ ৪০০ এমবি *১২১*৯৩#
১৯৩ ৩১৫ ২০০ ৩০ *১২১*১৯৩#
২৭৮ ৪৫০ ১ জিবি ৩০ *১২১*২৭৮#
৩৭৮ ৬২০ ২ জিবি ৩০ *১২১*৩৭৮#

শর্তাবলী

  • এয়ারটেল প্রিপেইড গ্রাহকরা এয়ারটেল সেবা কেন্দ্র থেকে বিনা চার্জে এয়ারটেল পোস্টপেইড প্যাকেজে মাইগ্রেশন করতে পারবেন। তবে, গ্রাহককে কমপক্ষে ১০০ টাকা সিকিউরিটি ডিপোজিট করতে হবে।
  • প্রিপেইড থেকে পোস্টপেইড মাইগ্রেশন অথবা নতুন সংযোগ নিতে এয়ারটেল সেবা কেন্দ্রে থাকা রিপ্রেজেন্টেটিভরা সহায়তা করবে।
  • এয়ারটেলের বর্তমান পোস্টপেইড গ্রাহকরা*১২১*১২# USSD কোড ডায়াল করে মাইগ্রেশন করতে পারবেন।
  • ইজি লোড রিচার্জ, মাই এয়ারটেল অ্যাপ এবং USSD কোড ডায়াল করে বান্ডেল কেনা যাবে।
  • USSD-তে বান্ডেল কিনতে *০# ডায়াল করুন।
  • ট্যারিফ রেটের সাথে ভ্যাট, সম্পূরক শুল্ক এবং সারচার্জ অন্তর্ভুক্ত নয়।
  • বান্ডেল মূল্যের সাথে ভ্যাট, সম্পূরক শুল্ক এবং সারচার্জ অন্তর্ভুক্ত।
  • মিনিট এবং SMS বান্ডেল চেক করতে *৭৭৮*০০# এবং ইন্টারনেট চেক করতে *৮৪৪৪*৮৮# ডায়াল করুন।

এয়ারটেল পোস্টপেইড থেকে প্রিপেইড করার নিয়ম

আপনি যদি এয়ারটেল পোস্টপেইড সিম থেকে প্রিপেইড সিম পদ্ধতিতে ট্রানস্ফার করতে চান।তাহলে অবশ্যই আপনাকে কিছু নিয়ম অনুসরণ করতে হবে। বর্তমানে পোস্টপেইড থেকে প্রিপেইড প্যাকেজ একটিভ করার কোন নিয়ম নেই। তবে আপনি যদি প্রিপেইড থেকে পোস্টপেইড করার নিয়ম জানতে চান। তাহলে নিচের তথ্যগুলো অনুসরণ করুন। তাই দেখে নিন পোস্টপেইড সিমের নিয়ম।

এয়ারটেল প্রিপেইড থেকে পোস্টপেইড করার নিয়ম

আপনারা যারা এয়ারটেল প্রিপেইড থেকে পোস্টপেইড করতে চান। তাদেরকে কিছু তথ্য সহ এয়ারটেল জনপ্রতিনিধির সাথে যোগাযোগ করতে হবে। নিচে প্রয়োজনীয় কাগজপত্রের নাম উল্লেখ করা হলো।

  • আপনার ভোটার আইডি কার্ড
  • আপনার পাসপোর্ট সাইজের ছবি
  • আপনার সিম নাম্বার এবং মোবাইলসহ আপনার নিকটস্থ এয়ারটেল সার্ভিস পয়েন্ট
  • অথবা এয়ারটেল কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন।
  • তারা আপনাকে সকল ধরনের তথ্য দিয়ে সাহায্য করবে।

এই সকল যাবতীয় তথ্য নিয়ে এয়ারটেল প্রতিনিধির সাথে যোগাযোগ করলে।তারা আপনাকে এয়ারটেল প্রিপেইড থেকে পোস্টপেইড প্যাকেজ একটিভ করে দিবে।এবং আপনি আকর্ষণীয় কলরেট মিনিট এবং ইন্টারনেট অফার উপভোগ করতে পারবেন।তাই আপনি যদি এয়ারটেল প্রিপেইড থেকে পোস্টপেইড প্যাকেজ একটিভ করতে চান।তাহলে আজই চলে যান আপনার নিকটস্থ এয়ারটেল কাস্টমার কেয়ার অথবা এয়ারটেল কাস্টমার কেয়ার সার্ভিস পয়েন্টে।

শেষ কথা

আশা করি আমাদের পোষ্টের মাধ্যমে এয়ারটেল পোস্টপেইড থেকে প্রিপেইড করার নিয়ম জানতে পেরেছেন।তাই আজকের এই পোস্ট সবার সাথে শেয়ার করুন যাতে সবাই পোস্টপেইড থেকে প্রিপেইড করার নিয়ম জানতে পারে।

আরও দেখুনঃ 

বাংলালিংক প্রিপেইড থেকে পোস্টপেইড করার নিয়ম

জিপি সিম পোস্টপেইড থেকে প্রিপেইড করার নিয়ম

জিপি পোস্টপেইড সিমের সুবিধা

রবি পোস্টপেইড থেকে প্রিপেইড করার নিয়ম

এয়ারটেল মিনিট অফার (Airtel Minute Offer)

এয়ারটেল এসএমএস প্যাক (Airtel SMS Pack)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top